যুক্তরাজ্যে সংসলীয় সাংবিধানিক রাজ বিদ্যমান। রানি (বা রাজা) হলেন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে। ১৯৮৮ সালে গৌরবময় বিপ্লন (Glorious Revolution) এর মাধ্যমে নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয় এবং তা এখনও চালু আছে।
গণতন্ত্রের সূতিকাগার
গ্রিস
বিশ্বের বৃহওম গণতান্ত্রিক দেশ
ভারত
যুক্তরাজ্যের রানি (বা রাজা) ইংল্যান্ড ছাড়াও কমনওয়েলথভুক্ত আরও ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যথা- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, টুভালু, সলোমান দ্বীপপুঞ্জ, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোস, বেলিজ, গ্রোনাডা, জামাইকা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস এবং সেন্ট ভিনসেন্ট এস্ট গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। এটি লন্ডনে অবস্থিত।
Chance/or of the Exchequer যুক্তরাজ্যের ট্রেজারি প্রধান যা অর্থমন্ত্রীর সমতুল পদ। Downing Street লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার সিটির একটি বিখ্যাত রোড।
১০ নং ডাউনিং স্ট্রিট
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
১১ নং ডাউনিং স্ট্রিট
ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন।
১২ নং ডাউনিং স্ট্রিট
ব্রিটিশ পার্লামেন্টের চিফ হুইপের কার্যালয় ও প্রেস অফিস।
Whitehall (হোয়াইট হল): লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রোড। এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।