মুদ্রা হল বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম। তৈরী উপকরণের দিক হতে ধাতব মুদ্রা ও কাগজী মুদ্রা আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশী টাকার কোড BDT। ১৮৫৭ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। ৪ মার্চ ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম কাগজের নোট (১ ও ১০০) টাকার চালু হয়। ৪ জানুয়ারি ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয়। বাংলাদেশে মুদ্রার অবাধ বিনিময় ব্যবস্থা বা মুদ্রার ভাসমান বিনিময় হার চালু হয় ১ জুন ২০০৩ । ১ টাকার মুদ্রার শ্লোগান পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য।