প্রশ্নঃ অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন?
বর্ণনাঃ
সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীত কাল থেকেই প্রচলিত ছিল। তবে অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৮ সালে এর রীতিবদ্ধ আলোচনা করেন।
প্রশ্নঃ আধুনিক সমাজে কোন ধরনের পরিবার কাঠামো বিদ্যমান?
বর্ণনাঃ
স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তাান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে অণু বা একক পরিবার বলে। আমাদের দেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। গ্রামাঞ্চলে এ ধরণের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষ করা যায়। মোটকথা অণু পরিবার বলতে বোঝায় স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততির বসবাস।