মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে। ১৯৬২ সালে মিয়ানমারে সামরিক শাসন চালু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ৮ নভেম্বর ২০১৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ‘ন্যাশানাল লীগ ফর ডেমোক্রেসি’ (NLD) পার্লামেন্টের মোট ৮৬ শতাংশে জয়লাভ করে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে সুচির NLD মিয়ানমারের ক্ষমতাসীন দল হিসেবে আত্মপ্রকাশ করে। অং সান সুচি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরষ্কার এবং ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ লাভ করেন।