১৯৫৭ সালে ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে। ডা. মাহথির মোহাম্মদ মালেয়শিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিযার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৩ সালের ৩০ শে অক্টোবর তিনি সেবচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ মে মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শফথ নেন তিনি।