মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালে ১৯ মে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ঢাকার বিক্রমপুরে। পিতা প্রদত্ত তার নাম প্রবোধকুমার এবং ডাকনাম মানিক। তিনি প্রথম জীবনে ফ্র্যেডীয় মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। পরবর্তীতে তিনি মার্কসিজম বা মার্কবাদ দ্বারা প্রভাবিত হন এবং মার্কসবাদী ঔপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন । তিনি মৃগী রোগে আক্রা্ত ছিলেন । দীর্ঘদিন রোগভোগের পর ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তিনি মৃত্যবরণ করেন।
উপনাস
পদ্মানদীর মাঝিঃ জেলেদের জীবনের ভিচিত্র সুখ-দুঃখের চিত্র উপন্যাসটির মূল উপজীব্য। উপন্যাস্টির উল্লেখযোগ্য চরিত্র কবের (কেন্দ্রীয় চরিত্র) কপিলা, মালা । গণেশ, পাচু, শীতল , হেরম্ব, যুগী হোসেন মিয়া । উপন্যাস্টি অবলম্বনে াখতার জং কারদার "জাগো হুয়া সাভেরা " চলচ্চিত্র নির্মাণ করেন।