৮টি
৯টি
১০টি
১১টি
সৈয়দ মুজতবা আলী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
প্রশ্নঃ অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
বর্ণনাঃ অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র। উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্র সম্পর্কিত , অপর পাত্র নিঃসম্পর্কিত । লাবণ্য-অমিত রায়-কেতকী -শোভনলালের চরিত্রের মাধ্যমে এ উপন্যাসে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
আজাদী
বেঙ্গল গেজেট
সমাচার দর্পণ
ইত্তেফাক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
বর্ণনাঃ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
মধুসূদন
মধূসুদন
মধুসুদন
কোনোটিই নয়
প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
বর্ণনাঃ
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
১৯০৩-১৯৭৬
১৮৮৯-১৯৬৬
১৮৯৯-১৯৭৬
১৮৯৯-১৯৬৬
ফররুখ আহমেদ
মানিক বন্দোপাধ্যায়
জসীমউদ্দীন
কোনটিই নয়
কাব্যগ্রস্থ
গীতিকাব্য
কাব্যনাট্য
উপন্যাস
প্রশ্নঃ 'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
বর্ণনাঃ ঔপন্যাসিক , কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। এ উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা একপাত্র সম্পর্কিত , অপরপাত্র নিঃসম্পর্কিত।
পথের পাচালী
বৈষ্ণব পদাবলী
চর্যাপদ
কোনোটিই নয়
কবিতা
ছড়া
নাটক
উপন্যাস
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
প্যারিচাঁদ মিত্র
প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
বর্ণনাঃ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। ভারতীয় পত্রিকায় প্রকাশিত হালখাতা তার চলিত রীতির প্রথম গদ্য রচনা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনবন্ধু মিত্র
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
বর্ণনাঃ বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রার্ক -এর অনুকরণে চতুর্দশপদী কবিতা (সনেট) রচনা করেন। যা পরবর্তীতে চতুর্দশপদী কবিতাবলী নামে পুস্তকাকারে প্রকাশিত হয়।
একটি
দুটি
তিনটি
চারটি
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম
প্রশ্নঃ 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
বর্ণনাঃ 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ' বলতে বোঝায় জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ-বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়।
আবু রুশদ
আহসান হাবীব
শওকত ওসমান
আবুল ফজল
প্রশ্নঃ 'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?
বর্ণনাঃ 'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটির লেখক শওকত ওসমান। ও উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র। সেই সঙ্গে পাকিস্তানীদের বর্বরতা,মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।
শব্দ
ধ্বনি
বর্ণ
চিহ্ন
প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
বর্ণনাঃ অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন : হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন - অ , আ, ক, খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় । এগুলোর লিখিত প্রতীক হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রুপ , ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।
বাংলা
ফারসি
পর্তুগিজ
চৈনিক
ষ+ঞ
ষ+ন
ষ+ক
ক+ষ
প্রশ্নঃ 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
বর্ণনাঃ দুটো বা তা চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটো বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরুপ যুক্তব্যঞ্জন ধ্বনির দ্যোতনার জন্য দুটো বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়। 'রক্ষা ' শব্দের সংযুক্ত বর্ণ ক্ষ। ক্ষ বর্ণটি ক্ + ষ বর্ণ নিয়ে গঠিত।
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
অতিরিক্ত সুবিধা
সর্বস্বাস্ত হওয়া
সুখের সময়
ধাক্কা সামলানো
স্বরস
সরস্বতী
সরসত্বী
স্বরসতি
ইহারা
যিনি
নিজে নিজে
কেহ
বর্ধমান
বৃহৎ
বর্ধিষ্ণু
বৃদ্ধিপ্রাপ্ত
আজি-আইজ
পিশাচ-পিচাশ
পাকা-পাক্কা
স্কুল-ইস্কুল
প্রাচীর
পূর্বকালের
দীর্ঘকায়
পূর্বদিক
বাল্মিকী
বাল্মিকি
বাল্মীকি
বাল্মীকী
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
বর্ণনাঃ
বাল্মীকি (সংস্কৃত: वाल्मीकि) (খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ, উত্তর ভারত) সংস্কৃত সাহিত্যের আদিকবি নামে কথিত। রামায়ণ মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, তিনিই এই কাব্যের রচয়িতা। তিনি সংস্কৃত ভাষার আদি কবি। অর্থাৎ পৃথিবীর প্রথম কাব্য রামায়ণ। তার লেখক বাল্মীকি আদি কবি। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাকে রামায়ণ ব্যতীত যোগবাশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়। বাল্মীকিধর্ম রামায়ণ ও যোগবাশিষ্ঠ গ্রন্থদ্বয়ে বর্ণিত বাল্মীকির শিক্ষা অবলম্বনে সংগঠিত একটি ধর্মীয় আন্দোলন।
সূত্র: উইকিপিডিয়া
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ