সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
নির্মলেন্দু গুণ
আল মাহমুদ
জন+ঐক
জন+নৈক
জন+ঔক
জন+এক
মায়াবী
যোগী
দুঃখী
বৈষ্ণবী
মর্মাথে
ক্ষুদ্রার্থে
বৃহদার্থে
বিপরীতার্থে
কাহিনী কাব্য
গাথা কাব্য
উপাখ্যান
চম্পুকাব্য
প্রশ্নঃ 'নক্মী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
বর্ণনাঃ
পল্লিকবি জসীমউদ্দীন এর শ্রেষ্ঠ কাহীনি কাব্য ' নক্সী কাঁথার মাঠ'। এই কাব্যটি ' The Field the Embroidered Quilt ' নামে ইংরেজিতে অনুবাদ করেন EM Milford। এছাড়া ও তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ - রাখালী, সোজান বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, মা যে জননী কান্দে, হাসু।
ম
ন
ং
ঞ্চ
বামায়ণ
মহাভারত
ঋগ্বেদ
চর্যাপদ
বন্দীর হাসি
গোলামের হাসি
প্রেমিকার হাসি
সন্তানের হাসি
শওকত আলী
শাহেদ আলী
হাসান আজিজুল হক
আখতারুজ্জামান ইলিয়াস
বীকেন্দ্রিকরণ
বিকেন্দ্রিকরণ
বিকেন্দ্রীকরণ
বিকেন্দ্রীকরন
পারত্রিক
পরলৌকিক
পার্শ্বিক
স্বর্গীয়
ডাক বিভাগের নাম
প্রাপকের এলাকা
চিঠি লেখার স্থান
পোস্ট অফিসের এলাকা
অজিন
বৃংহতি
হেষা
কেকা
নদী
হ্রদ
ঝরনা
খাল
খাল কেটে কুমির আনা
ঝোপ বুঝে কোপ মারা
ছাই ফেলতে ভাঙ্গা কুলো
গাছে কাঁঠাল গোফেঁ তেল
প্রশ্নঃ 'পাওয়ার আগে ভোগের আয়োজন'-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি?
বর্ণনাঃ
খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা।
ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা।
ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে।
গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
কারণে সপ্তমী
অপাদানে সপ্তমী
কর্তায় সপ্তমী
কর্মে সপ্তমী
মীর মশাররফ হোসেন
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বিশী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
প্রশ্নঃ 'বীরবল' নামে কাকে অভিহিত করা হয়?
বর্ণনাঃ
বাংলা সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরীকে 'বীরবল' নামে অবিহিত করা হয়। ' বীরবল' তার সাহিত্যিক ছদ্মনাম। অন্যদিকে মীর মশাররফ হোসেনের সাহিত্যিক ছদ্মনাম ' গাজী মিয়া' উদাসীন পথিক '। বিশিষ্ট অধ্যাপক প্রমথনাথ বিশী ছিলেন রবীন্দ্র সাহিত্যিক একজন নিপুণ বিশ্লেষক।
১৯৩০
১৯২৪
১৯১৪
১৮৭২
অভাগীর স্বর্গ
বলাকা
মতিচূর
সাম্যবাদী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ
চন্দ্রাবতী
প্রশ্নঃ কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?
বর্ণনাঃ
কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি।
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত।
পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন।
নজরুল ইসলাম ১৯১৪ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন।
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দনাথ ঠাকুর
সলিল চৌধরী
কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ 'ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'- গানটির রচিয়তা কে ?
বর্ণনাঃ
'ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা'_ দেশাত্মবোধক গানটির রচয়িতা নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর উল্লেখযোগ্য আরো দুটি গান- বঙ্গ আমার জননী আমার, যে দিন সুনীল জলধি হতে, । তার উল্লেখযোগ্য নাটক- তারাবাঈ, প্রতাপ সিংহ, নুরজাহান, মেবার পতন, শাজাহান, পাষানী, বঙ্গনারী।
বিষের বাঁশী
চক্রবাক
আগ্নিবীণা
সাম্যবাদী
ঢাকা
কোলকাতা
মাদ্রাজ
বোম্বে
১৯১৩
১৯৪১
১৯৩৯
১৮৯১
to
at
for
after
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ