পৃথিবীর বৃহত্তম মহাদেশ -এশিয়া । পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ - ওশেনিয়া । পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত- রাশিয়া ও তুরঙ্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)। পৃথিবীর কোন শহর বা নগরটি দুটি মহাদেশে - ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ মহাদেশে)। আয়তনে ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম দেশ - রাশিয়া । আয়তনে ইউরোপে তথা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ - ভ্যাটিকান। কোন দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমানা রয়েছে -চীন । পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ- ইন্দোনেশিয়া । আয়তনে এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ- কাম্পিয়ান সাগর। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম সাগর- দক্ষিণ চীন সাগর। এশিয়া তথা পৃথিবীর শীতলতম স্থান - ভারখয়ানস্ক (রাশিয়া)। এশিয়া তথা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত- কক্সবাজার । এশিয়া ও ইউরোপ মহাদেশেকে একত্রে বলা হয়- ইউরেশিয়া । পৃথিবীর একমাত্র দেশ যেখানে একই সময়ে দুজন প্রধানমন্ত্রী দায়িত্বরত - কম্বোডিয়া।