“মর্সিয়া' এক ধরনের শোককাব্য বা শোকগীতি বা বিলাপসঙ্গীত। “মর্সিয়া' কথাটি আরবি, এর অর্থ
শোক প্রকাশ করা । মধ্যযুগে বাংলা সাহিত্যে “মর্সিয়া সাহিত্য" নামে এক ধরনের শোককাব্য বিস্তৃত
অঙ্গন জুড়ে আছে। আরবি সাহিত্যে মর্সিয়ার উদ্ভব নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে
তা কারবালার প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য করে লেখা কবিতা “মর্সিয়া'
নামে আখ্যায়িত করা হয়৷
বাংলার “মর্সিয়া'" সাহিত্য যারা রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন -
শেখ ফয়জুল্লাহ ঃ এ ধারায় প্রথম কবি । বিখ্যাত কাব্য "জয়নবএর চৌতিশা" ।
দৌলত উজির বাহরাম খান ঃ আনুমানিক ১৬ শতকে চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ ( মতান্ত্ররে জাফরাবাদ) এ জন্মগ্রহণ করেন। বিখ্যাত কাব্য " জঙ্গনামা"। কারবালার বিষাদ,অয় যুদ্ধবিগ্রহ এ কাব্যের বিষয় বস্তু।