বিষুব রেখা /নিরক্ষ রেখা : উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্বে-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয় যাকে বিষুব রেখা বলে। এই বিষুবরেখা বরাবর পৃথিবীর পরিধি মাপা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুইভাগে ভাগ করেছে। নিরক্ষরেখাকে ০ ডিগ্রি ধরে উত্তরদিকে ও দক্ষিণদিকে দুই মেরু পর্যন্ত ৯০ ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়।