ভলিবল খেলার জন্ম যুক্তরাষ্ট্রে। খেলায় দুইটি দলে ৬ জন করে খেলোয়াড় থাকে। ১৮ মিটার লম্বা ও ৯ মিটার চওড়া কোর্টে খেলা হয়। যেখানে নেটটি ১ মিটার চওড়া এবং শীর্ষ প্রান্ত কোর্টের কেন্দ্রের ভূমি থেকে ২.৪৩ মি.(পুরুষদের জন্য) ও ২.২৪ মি. (নারীদের জন্য) উচ্চতায় অবস্থিত। ন্যায়সংগত উপায়ে বল প্রতিপক্ষের সীমানায় দিয়ে পরাস্ত করে একটি পয়েন্ট অর্জিত হয় এবং বাতিল না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকা পদ্ধতিই রোটেশন।