বৈশ্বিক পরিবেশ ও জলবায়ুগত সমস্যা সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ
স্টকহোম সম্মেলন: ১৯৬৮ সালের স্টকহোম সম্মেলনটি আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশসংক্রান্ত নিয়মকানুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন- রাষ্ট্রের সার্বভৌম ও আন্তর্জাতিক দূষণ এর মধ্যে একটি সমন্বয় সাধন করতে হবে। পরিবেশ রক্ষার জন্য একটি অ্যাকশন প্ল্যান (Action Plan) গ্রহণ করা হয়। ৫ জুনকে বিশ্বপরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রুন্টল্যান্ড কমিশন : ১৯৮৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পরিবেশ ও উন্নয়বিষয়ক বিশ্বকমিশন (The World Commission on Envrionment and Development ) গঠন করে । এ কমিশনকে যে তিনটি উদ্দেশ্য সম্পাদনের দায়িত্ব প্রদান করা হয়, তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো, পরিবেশ ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পরীক্ষা করে এগুলোর উন্নতি বিধানকল্পে যে কার্যব্যবস্থা গ্রহণ করা দরকার , সে সম্পর্কে বাস্তবসম্মত প্রস্তাবাবলি তৈরি করা। ধরিত্রী সম্মেলন : ব্রাজিলের রিওডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় -১৯৯২ সালে। এখানে ১৮৫ টি দেশের সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন। এখানকার গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল - Agenda -21 , Rio declaration on Environment and Development , বনাঞ্চলসংক্রান্ত নীতিমালা , Convention on Climate change, Convention on Biological Diversity . ধরিত্রী সম্মেলন প্লাস ফাইভ: ১৯৯৭ সালের ২৩-২৭ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে Rio +5 সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ৬১ টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগন যোগ দেন। এতে " The Program for Further Implementation of Agendda 21 " গৃহীত হয়।