বিহারীলাল চক্রবর্তী ১৮৩৫ সালের ২১ মে কলকাতায় জম্নগ্রহন করেন। তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি । বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারিলালকে " ভোরের পাখি " আখ্যায়িত করেন। বাংলা সাহিত্যের স্ররবাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা ।