বিষাদ সিন্ধু- মহাকাব্যের রচয়িতা মীর মশাররফ হোসেন।বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম।হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর আগের ও পরের ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।