বিশ্বব্যাংক একটি (International Financial Institution) আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকান্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
১) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Barik for Reconstruction and Development IBRD) মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসাবে কাজ করে। 'IBRD' ১৯৭৮ সাল থেকে প্রতিবছর 'World Development Report' (WTOR) প্রকাশ করে।
২) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (International Development Association - IDA) বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিকে সহজ শর্তে (বিশেষ সুবিধা বা ছাড়ে) দীর্ঘ মেয়াদি ঋণ ও মঞ্জুরি প্রদান করে। এজন্য বিশ্বব্যাংকের এ অঙ্গ সংগঠন 'Soft-loan-window' নামে পরিচিত।
৩) আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (International Finance Corporation - IFC) উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে।
8) পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (International Centre for Settlement of Investment Disputes - ICSID) ST R IPT SRCA উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়।
৫) বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (Multilateral Investment Guarantee Agency - MIGA) উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে।
বিশ্বব্যাংক (World Bank) = IBRD + IDA
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group) = IBRD + IDA + IFC + ICSID + MIGA