• জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউইয়র্ক।
• মিয়ামি আন্তর্জাতিক এয়ারপোর্ট, ফ্লোরিডা।।
• হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমান বন্দর।
(বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর)।
যুক্তরাজ্য
• লন্ডন হিথ্রো এয়ারপোর্ট।
ফ্রান্স
• চার্লস দ্য গল এয়ারপোর্ট, প্যারিস।
আয়ারল্যান্ড
• ডাবলিন এয়ারপোর্ট।
জার্মানি
• ফ্রাঙ্কফুট বিমান বন্দর।
• মিউনিখ বিমান বন্দর।
অস্ট্রেলিয়া
• সিডনি এয়ারপোর্ট।
নেদারল্যান্ড
• আমস্টারডাম বিমানবন্দর।
স্পেন
• মাদ্রিদ বারাজাস এয়ারপোর্ট।
কানাডা
• টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর।
ইন্দোনেশিয়া
• সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর।
জাপান
• নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
চীন
• বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর।
সংযুক্ত আরব আমিরাত
• দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
থাইল্যান্ড
• সুবর্ণভূমি বিমানবন্দর, ব্যাংকক।
সৌদি আরব
• কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম। আয়তনে বিশ্বের বৃহত্তম বিমানবন্ধর। আয়তন ৭৮০ বর্গ কি.মি.
তুরস্ক
• ইস্তানবুল আতার্তার্ক বিমানবন্দর।
ভারত
• ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লী।
• ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, সান্তাক্রুজ, মুম্বাাই।
• নেতাজী সুভাস চন্দ্র বসু এয়ারপোর্ট, কলকাতা।
ACARS এর পূর্ণরূপ হলো Aircraft Communications Addressing and Reporting System। এয়ারব্রান্ড রেডিও বা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এয়ারক্রাফট এবং ভূ-কেন্দ্রের সংক্ষিপ্ত ম্যাসেজ আদানপ্রদানের ডিজিটাল পদ্ধতিকে ACARS বলে।