১৯৭১
১৯৭২
১৯৭৩
১৯৭৪
প্রশ্নঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
বর্ণনাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।
একটি মডুলেটর
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
একটি এনকোডার
প্রশ্নঃ মডেম এর মধ্যে কি থাকে
বর্ণনাঃ
মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।
এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
পুনরাবৃত্তিমূলক কাজ
প্রতিবেদন প্রণয়ন
হিসাবরক্ষণ কাজ
গানিতিক কাজ
প্রশ্নঃ নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
বর্ণনাঃ
পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক।
কম্পিউটার দ্রুত বিশাল পরিমাণ তথ্য প্রস্তুত করতে পারে। মানবজাতির থেকেও বিভিন্ন কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারে।
সুতরাং বলাই যায় কম্পিউটার আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি করে। নীচে কম্পিউটারের সুবিধা উল্লেখ করা হল- পুনরাবৃত্তিমূলক কাজ করা।
সিসমোমিটার
সেক্সট্যান্ট
ক্রোনোমিটার
হাইড্রমিটার
প্রশ্নঃ ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম-
বর্ণনাঃ
ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম- সিসমোমিটার।
ভূকম্পমাপক (ইংরেজি: Seismometer ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুত্পাত বা অন্য যে কোনও কারণে সংঘটিত ভূত্বকীয় বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়। এই কম্পন-তীব্রতার তথ্য-উপাত্ত ভূতত্ত্ববিদদেরকে ভূগর্ভের মানচিত্র বানাতে, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে।
পুরনো যুগে ব্যবহৃত ভূকম্পমাপক যন্ত্রকে সাধারণত ইংরেজিতে "সিজমোগ্রাফ" নামে ডাকা হত। অপরদিকে "সিজমোমিটার" দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ-সুবিধা সম্বলিত ভূকম্পমাপককে বুঝায়। আর "সিজমোস্কোপ" বা ভূকম্পবীক্ষণ যন্ত্রের শুধুমাত্র ভূমিকম্পের উপস্থিতিরর প্রমাণ পাওয়া যায়।
ফ্যাদোমিটার
ব্যারোমিটার
ট্যাকোমিটার
ভিক্টোমিটার
টেকনাফ
রুমা
থানচি
পঞ্চগড়
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা-
বর্ণনাঃ
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা- থানচি।
থানচি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা।
বান্দরবান জেলার দক্ষিণ-পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।
IBRD
IDA
IFC
EDI
প্রশ্নঃ বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত?
বর্ণনাঃ
বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত International Development Association.
The International Development Association (IDA) (French: Association internationale de développement) is an international financial institution which offers concessional loans and grants to the world's poorest developing countries. The IDA is a member of the World Bank Group and is headquartered in Washington, D.C. in the United States.
It was established in 1960 to complement the existing International Bank for Reconstruction and Development by lending to developing countries which suffer from the lowest gross national income, from troubled creditworthiness, or from the lowest per capita income. Together, the International Development Association and International Bank for Reconstruction and Development are collectively generally known as the World Bank, as they follow the same executive leadership and operate with the same staff.
উনিশ
কুড়ি
একুশ
বাইশ
বাক্+দান= বাগদান
উৎ+ছেদ=উচ্ছেদ
পর+পর=পরস্পর
সম+সার=সংসার
বাংলা+ফারসি
সংস্কৃত+ফারসি
ফারসি+আরবি
সংস্কৃত+আরবি
মহাদেব সাহা
রফিক আজাদ
নির্মলেন্দু গুণ
মোহাম্মদ রফিক
সত্যজিৎ রায়
জহির রায়হান
চাষী নজরুল ইসলাম
তানভীন মোকাম্মেল
প্রশ্নঃ 'জীবন থেকে নেয়া' ছবিটির পরিচালক কে?
বর্ণনাঃ
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি ছিলেন মূলত কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো: কখনো আসেনি, কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, জীবন থেকে নেয়া ইত্যাদি।
গননা
গনণা
গণনা
গণণা
চন্ডীদাস
বিদ্যাপতি
রামকৃষ্ণ পরমহংস
বিবেকানন্দ
প্রশ্নঃ 'সবার উপর মানুষ সত্য তাহার উপর'- কে বলেছেন?
বর্ণনাঃ
চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। তার জন্ম কোন সময় তা সুনিশ্চিত করে বলা যায় না। তিনি ‘শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেন এবং ব্যক্তি জীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন বলে তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
দশটি
এগারটি
নয়টি
আটটি
Deceitful
Stubborn
Sly
Swindler
প্রশ্নঃ The synonym for 'obdurate'-
বর্ণনাঃ
প্রশ্নে ′Obdurate′ অর্থ ‘একগুঁয়’। প্রদত্ত option গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত Deceitful অর্থ প্রবঞ্চক। Option (b) তে প্রদত্ত Stubborn অর্থ একগুঁয়ে। Option (c) তে প্রদত্ত Sly অর্থ লাজুক এবং option (d) তে প্রদত্ত Swindler অর্থ প্রতারক। সুতরাং সঠিক উত্তর option (b)।
Fear
Anger
Indignation
Panic
প্রশ্নঃ The synonym for 'resentment'
বর্ণনাঃ
Resentment শব্দটির অর্থ ক্ষোভ। Option (a) তে প্রদত্ত Fear অর্থ ভয়। Option (b) তে প্রদত্ত Anger অর্থ ক্রোধ। Option (c) তে প্রদত্ত Indignation অর্থ হল অপমান এবং Option (d) তে প্রদত্ত Panic অর্থ ভয়। Option গুলোর মধ্যে (b) সঠিক কারণ তা resentment- এর সম অর্থ জ্ঞাপন করছে।
dullard
envoy
wastrel
leggend
প্রশ্নঃ The antonym for 'Harbinger'-
বর্ণনাঃ
Harbinger অর্থ অগ্রদূত। Option গুলোর মধ্যে (a) তে প্রদত্ত dullard অর্থ মূর্খ, (b) তে প্রদত্ত envoy অর্থ দূত, option (c) তে প্রদত্ত wastrel অর্থ অকর্মন্য এবং (d) তে প্রদত্ত leggend বলে কোনো শব্দ নেই। মূলত শব্দটা হবার কথা legend যার অর্থ পৌরাণিক, কিংবদন্তি। প্রদত্ত option গুলোর মধ্যে কেবল option (c) Harbinger শব্দের বিপরীত বলে ধরে নেয়া যায়। সুতরাং সঠিক উত্তর (c)।
honest
spacious
nauseous
similar
প্রশ্নঃ The antonym for 'Bonafide'--
বর্ণনাঃ
Bonafide শব্দটির অর্থ হল আন্তরিক, অকৃত্রিম বা খাঁটি। প্রদত্ত option গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত honest অর্থ সৎ, option (b) তে প্রদত্ত spacious অর্থ প্রশস্ত, option (c) তে প্রদত্ত nauseous অর্থ অরুচিকর বা ঘৃণাজনক এবং option (d) তে প্রদত্ত similar অর্থ সমরূপ বা একই। সুতরাং সঠিক উত্তর (c)।
First Speech
Last Speech
Late Speech
Early Speech
প্রশ্নঃ Maiden Speech means-
বর্ণনাঃ
Maiden Speech অর্থ প্রথম বক্তব্য। প্রদত্ত option গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত Speech এর অর্থ প্রথম বক্তব্য। Option (b) তে প্রদত্ত Last Speech এর অর্থ শেষ বক্তব্য। Option (c) তে প্রদত্ত Late Speech হলো বিলম্বিত বক্তব্য এবং option (d) তে প্রদত্ত Early Speech হলো অসময়ের বক্তব্য। এক্ষেত্রে option (a) তে প্রদত্ত word টিই Maiden Speech –এর সঠিক অর্থ জ্ঞাপন করছে। সুতরাং সঠিক উত্তর (a) ।
with
from
after
about
Waste
Wasting
Wastage
Wasteful
Not at all
Thoroughly
To be last
Man of outside
প্রশ্নঃ 'Out and out' means-
বর্ণনাঃ
Out and out নামক phrase টির অর্থ হলো পুরোপুরি। Option (a) তে প্রদত্ত Not at all অর্থ ‘আদৌ নয়’। Option (b) তে প্রদত্ত Thoroughly শব্দটির অর্থ পুরোপুরি। Option (c) তে প্রদত্ত To be last অর্থ শেষ হবার জন্য এবং Option (d) তে প্রদত্ত Man of outside অর্থ বাইরের লোক। সুতরাং সঠিক উত্তর (b) ।
Diarrhoea
Dirohea
Dirrohea
Dirrhoea
Quickly
Slowly
Suddenly
Gradually
প্রশ্নঃ 'All at once' means-
বর্ণনাঃ
প্রদত্ত প্রশ্নে All at once নামক phrase টির অর্থ ‘হঠাৎ’। প্রদত্ত option গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত Quickly অর্থ দ্রুত, Option (b) তে প্রদত্ত Slowly শব্দটির অর্থ ধীরে, Option (c) তে প্রদত্ত Suddenly অর্থ হঠাৎ এবং option (d) তে প্রদত্ত Gradually অর্থ ক্রমশ। একমাত্র Option (c) সঠিক অর্থ বহন করছে। সুতরাং সঠিক উত্তর (c)।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ