বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবী ভূপৃষ্ঠের দুই-তৃতীয়াংশ এলাকায় মহাসাগর বিস্তৃত। পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। যথা: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর (আর্কটিক মহাসাগর) এবং দক্ষিণ মহাসাগর (এ্যান্টার্কটিক মহাসাগর)। আয়তনে পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মহাসাগর যথাক্রমে প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) এবং উত্তর মহাসাগর।
বিভিন্ন মহাসাগরের গভীরতম স্থান
প্রশান্ত মহাসাগর
মারিয়ানা ট্রেঞ্চ
আটলান্টিক মহাসাগর
ন্যায়ার্স (পোয়ের্তেরিকা)
ভারত মহাসাগর
সুন্দা ট্রেঞ্চ
আর্কটিক মহাসাগর
ইউরেশিয়ান বেসিন
প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান। এই স্থানের গভীরতা ১১০৩৩ মিটার বা ৩৬১৯৯ ফুট। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef)। ২৩০০ কি.মি. দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই বিখ্যাত সামুদ্রিক বিশ্ব ঐতিহ্যে ৪০০ প্রজাতির কোরাল এবং ১৫০০ প্রজাতির মাছের আবাসস্থল রয়েছে।
আটলান্টিক মহাসাগর
আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। আটলান্টিক এবং ভারত উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা। আটলান্টিক সমুদ্রতীরবর্তী দক্ষিণ আফ্রিকার একটি প্রসিদ্ধ স্থান The
Cape of Good Hope।
সাগর (Sea) এবং উপসাগর (Bay/Gulf)
মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে সাগর বলে। তিনদিকে স্থলভাগ দ্বরা পরিবেষ্টিত এবং একদিকে জল তাকে উপসাগর (Bay) বলে। আর প্রায় চারদিক দুল দ্বারা বেষ্টিত পানিরাশিকে Gulf বলে। Bay এবং Gulf উভয়ের বাংলা প্রতিশব্দ উপসাগর।
বিশ্বে মাত্র তিনটি দেশ আছে যারা অপর একটি দেশ দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত। এগুলো হলো লেসোথো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি। যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন দেশ অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি যথা- ইতালি ও দক্ষিণ আফ্রিকা। স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত। লেসোথো সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত।