বিস্ময়সূচক অব্যয় ছাড়া শব্দের শেষের শেষে বিসর্গ (ঃ) থকবে না ।যেমন- প্রধানতঃ - প্রধানত, বস্তুতঃ - বস্তুত , প্রায়শঃ -প্রায়শ ,প্রভৃতি।
বিসর্গ (ঃ) যুক্ত শুদ্ধ শব্দ - অতঃপ্র, দুঃসময়, সুঃস্বপ্ন, বয়ঃপ্রাপ্ত, শিরঃপীড়া, ইতঃপূর্বে প্রভৃতি ।
যে-কোনো দেশ ভাষাও জাতির নাম লিখতে ই-কার (ি ) হবে।যেমন-
দেশ- আমেরিকা,গ্রিস, জার্মানি, ইতালি,
ভাষা- আরবি,হিন্দি,ফারসি, ইংরেজি।
জাতি- নাঙালি, পুর্তুগিজ,তুর্কি,মুরগি,বিহারি। অপ্রাণিবাচক শব্দ ও ইতরপ্রানীবাচক অ-ততসম শব্দের শেষে ই-কার হবে।যেমন-
বাড়ি,গাড়ি,শাড়ি,চাবি, পাখি, হাতি, মুরগি,চড়ুই ইত্যাদি।
তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার হবে।যেমন- জননী,স্ত্রী, নারী, সাধ্বী ইত্যাদি।
বিদেশি শব্দের বানানে ( ষ,ণ, ছ ড় ঢ়) এই পাঁচটি বর্ণ ব্যবহার করা যাবে না,যেমন- ইছলাম- ইসলাম , ব্যারিষ্টার-ব্যারিস্টার , কর্ণেল- কর্নেল, বামুণ- বামুন ইত্যাদি।