শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী। তিনি ১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ এর ছবি একে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার বিখ্যাত চিত্রকর্ম মধ্যে রয়েছে সংগ্রাম মনপুরা -৭০, ম্যাডোনা -৪৩, বিদ্রোহী গরু, সাওতাল রমনী, গায়ের বধু, নবান্ন প্রভৃতি। তিনি লোকশিল্প জাদুঘর এবং ঢাকা আর্ট ইনিস্টিটিউট এর প্রতিষ্ঠাতা।
কামরুল হাসান
চিত্রশিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলতেন। স্বাধীনতা যুদ্ধকালীন জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আকা পোস্টারটি খুব বিখ্যাত। কামরুল হাসান ১৯৭২ সালে তৎকালীন সরকারের অনুরোধ শিবনারায়ন দাশ কতৃক ডিজাইনকৃত পতাকার বর্তমান রূপ দেন। তিনি ১৯৮৮ সালে স্বৈরশাসক এরশাদের ব্যঙ্গ করে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে পোস্টারটি স্কেচ আঁকেন। তার বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা রায়বেশে নৃত্য এবং নাইওর।
এস এম সুলতান
শেখ মোহাম্মদ সুলতান বিখ্যাত চিত্রকর্ম হত্যাযজ্ঞ, প্রথম বৃক্ষরোপণ এবং চরদখল। শেখ বুসে নড়াইলের নিজ বাড়িতে তিনি শিশুদের জন্য শিশুস্বর্গ ও চারুপীঠ নামে দুটি চিত্র অংকন প্রতিষ্ঠান গড়ে তোলেন।
নিতিন কুন্ডু
নিতুন কুন্ড বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবাস বাংলাদেশ, ঢাকার কাউরন বাজারের সার্ক ফোয়ারা, ঢাকার হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা, তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও শিল্পকর্ম। তার প্রনীত পোস্টার গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সদ্য জাগ্রত বাংলার মুক্তিবাহিনী ও বাংলার বীর মুক্তিযোদ্ধা।
রণবী
রফিকুন্নবী উপনাম রনবী বাংলাদেশ এর খ্য্যতনামা ব্যাঙ্গচিত্র শিল্পী ও কার্টুনিস্ট। টোকাই নামক কার্টুন চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি।
মুস্তফা মনোয়ার
মুস্তফা মনোয়ারের অমর সৃষ্টি শিক্ষামূলক কার্টুন মীনা। মীনা দক্ষিন এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক এবং কমিক বই। মীনার জনপ্রীয়তা এবিং গ্রহনযোগ্যতার জন্য সার্কের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বর মীনা দিবস ঘোষনা করা হয়।