হীরালাল সেন ছিলেন একজন বাঙ্গালি চিত্রগ্রাহক। তাকে উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয়। ১৯০৩ সালে তিনি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র আলী বাবা ও চল্লিশ চোর নির্মাণ করেন। এটি ছিল উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।
সত্যজিৎ রায়
সত্যজিৎ রায় (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল, ১৯৯২) ছিলেন এক ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম।সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কলকাতার এক বাঙালি পরিবারে। তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে।১৯৪৯ সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ রনোয়ার কলকাতায় দ্য রিভারছবির শ্যুটিং করতে এলে, তার সঙ্গে সত্যজিতের সাক্ষাৎ ঘটে। ১৯৫০ সালে লন্ডনে গিয়ে সত্যজিৎ ভিত্তোরিও দে সিকার লাদ্রি দি বিচিক্লেত্তে(বাইসাইকেল থিভস) ছবিটি দেখেন। এই দু’টি ঘটনাই তাঁকে চলচ্চিত্র পরিচালক হতে অনুপ্রাণিত করেছিল। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় ১৯৫৫ সালে। তিনি মোট ৩৬টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে ২৯টি ছিল কাহিনিচিত্র, পাঁচটি তথ্যচিত্র ও দু’টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়।
জহির রায়হান
বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম মোহাম্মদ জহিরুল্লাহ। ছাত্রবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগদান করেন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভ্রাতা ছিলেন। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোজ তাই শহিদুল্লাহ কায়সারকে খুজতে মিরপুর যান এবং সেখান থেকেয়ার ফিরে আসেননি।
তারেক মাসুদ
তারেক মাসুদ একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল ছবির লোকশান ঠিক করতে গিয়ে মুন্সিগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
ঋত্বিক ঘটক
ঋত্বিক কুমার ঘটক একজন বিখ্যাত বাঙ্গালি চলচ্চিত্র পরিচালক। তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অদ্বৈত মল্লবর্মন রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম এর চলচ্চিত্র রূপ দেন।