66052 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।
বিশেষ্যের বিশেষণ -রূপে ব্যবহার অশুদ্ধ শুদ্ধ আমি অপমান হইয়াছি আমি অপমানিত হইয়াছি আমি তোমার আগমন- সংবাদে সন্তোষে হইয়াছি আমি তোমার আগমন- সংবাদে সন্তষ্ট হইয়াছি তিনি আরোগ্য হইয়াছিলেন । তিনি নীরোগ হইয়াছিলেন সে আরোগ্য হয়েছে সে আরোগ্য লাভ করেছে জ্বর হ্রাস হইয়াছে জ্বরের হ্রাস হইয়াছে আমার কথাই প্রমাণ হলো আমার কথাই প্রামাণিত হয়েছে । তিনি এখন মৌনী আছেন । তিনি এখন মৌন আছেন। বিশেষণের বিশেষ্যর ন্যায় ব্যবহার ইহার আবশ্যক নাই ইহার আবশ্যকতা নাই ইদানিং সাবকাশ নাই ইদানিং অবকাশ নাই। আমি সাক্ষী দিয়েছি আমি সাক্ষ্য দিয়েছি তিনি সাক্ষী দেবেন না তিনি সাক্ষ্য দেবেন না বচন ঘটিত শুদ্ধিকরণ একই সঙ্গে দুবার বহুবচন প্রত্যয় বা শব্দ ব্যবহ্ররুত হয় না । একটি বাক্যে একাধিকবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ "বহুল্য -দোষ " ঘটে ।যেমন- অশুদ্ধ শুদ্ধ সকল শিক্ষকগণ আজ উপস্থিত সকল শিক্ষক আজ উপস্থিত প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকল আলেমগণ আজ উপস্থিত সকল আলেম আজ উপস্থিত সব ছাত্ররা আজ উপস্তিত সব আলেম আজ উপস্থিত ৫ জন ছাত্ররা স্কুলে যায় ৫ জন ছাত্র স্কুলে যায় সকল মানুষেরাই মরণশীল মানুষ মরণশীল চোরটি সব মালসুদ্ধ ধার পড়েছে চোরটি মালসুদ্ধ ধার পড়েছে সমুদয় পক্ষীরাই নীড় বাধেঁ সমুদয় পক্ষীই নীড় বাধেঁ সকল সভ্যগণ একানে উপস্থিত ছিলেন সভ্যগণ একানে উপস্থিত ছিলেন সব মাছগুলো দাম কত ? মাছগুলোর দাম কত? লিঙ্গঘটিত শুদ্ধিকরণ অশুদ্ধ শুদ্ধ মেয়েটি পাগলি হয়ে গেছে মেয়েটি পাগল হয়ে গেছে রহিমা পাগলি হয়ে গেছে রহিমা পাগল হয়ে গেছে আমি সাক্ষী দিয়েছি আমি সাক্ষ্য দিয়েছি। তিনি সাক্ষী দিয়েছেন তিনি সাক্ষ্য দিয়েছেন তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিকেন । অর্থ-সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহার অশুদ্ধ শুদ্ধ শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না শুধু গায়ের জোরে কাজ হয় না তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ তাহার বৈমাত্রেয় ভাই/ ভ্রাতা অসুস্থ আমার চিত্রপটে উপদেশ টি গ্রথিত থাকল আমার চিত্রপটে উপদেশ টি অঙ্কিত থাকল ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল ছেলেটি বংশের মুখে চুনকালি দিল কথাটা আমার স্মৃতিপ.টে জাগরুক আছে কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে কি ও কী সমস্যা প্রশ্নবোধক বাক্যে কি এবং বিস্ময়সূচক বাকেয় কী হবে । যেমন- অশুদ্ধ শুদ্ধ তুমি কী আজ যাবে ? তুমি কি আজ যাবে ? তুমি কী ঢাকা যাবে ? তুমি কি ঢাকা যাবে ? কি ভয়ানক বিপদ ! কী ভয়ানক বিপদ ! বিবিধ অশুদ্ধ আমি সন্তোষ হলাম। আমি সন্তুষ্ট হলাম আপনি স্বপরিবারে আমন্ত্রিত আপনি সপরিবারে আমন্ত্রিত আমি কায়োমনো বাক্যে পার্থনা করি আমি কায়মনো বাক্যে পার্থনা করি সাবধানপূর্বক চলবে সাবধানে চলবে । একটি গোপন কথা বলি একটি গোপনীয় কথা বলি হাসান হলো আমার ভ্রাতুষ্পুত্র হাসান আমার ভ্রাতুষ্পুত্র তাঁর সাংস্কৃতিক নাই তাঁর সংস্কৃতি নাই ঘটনা বর্নিত হয়েছে ঘটনা বর্ণিত হয়েছে
বিশেষ্যের বিশেষণ -রূপে ব্যবহার
বিশেষণের বিশেষ্যর ন্যায় ব্যবহার
বচন ঘটিত শুদ্ধিকরণ
একই সঙ্গে দুবার বহুবচন প্রত্যয় বা শব্দ ব্যবহ্ররুত হয় না । একটি বাক্যে একাধিকবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ "বহুল্য -দোষ " ঘটে ।যেমন-
লিঙ্গঘটিত শুদ্ধিকরণ
অর্থ-সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহার
কি ও কী সমস্যা
প্রশ্নবোধক বাক্যে কি এবং বিস্ময়সূচক বাকেয় কী হবে । যেমন-
বিবিধ অশুদ্ধ
ব্যাখ্যা পরিবর্তন করুন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
সালভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ