অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। বাংলা ভাষায় এমন কতগুলো অবস্থা সূচক শব্দ রয়েছে যা স্বাধীনপদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে । একে উপসর্গ বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে। কোন কথকের বাক কর্মের নামই উক্তি।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।