ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি । সকল ভারতীয় লিপিই এই ব্রাহ্মী লিপি থেকে জন্মলাভ করেছে । ব্রাহ্মী লিপির কুটিল রুপ হতে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয় । শুধু বাংলা নয় সিংহলী, ব্রক্ষমী, শ্যামী, যবদ্বীপী ও তিব্বতি লিপির উৎস ও ব্রাহ্মী লিপি। অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্যভারতীয় লিপি ও পৃর্বী লিপি-এই তিনটি শাখার সৃষ্টি হয়। পৃর্বী লিপি প্রেকেই বাংলা লিপির জন্ম হয়েছে। সেন যুগে বাংলা লিপির গঠনকার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি স্থায়ী আকার লাভ -করে। ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়ে হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। ছাপাখানার প্রভাবে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে এবং পরবর্তিকালে বাংলা লিপির আর তেমন কোন পরিবর্তন ঘটেনি। ব্রাহ্মী লিপিমালা বাম দিল থেকে লেখা হতো কিন্তু খরোষ্ঠী লিপিমালা ডানদিক থেকে লেখা হতো ।