সংখ্যা ( Number) : এক বা একাধিক অংক মিলে সংখ্যা তৈরী হয়।
প্রশ্নঃ বাংলা : দ্বিতীয় পত্র ; ১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন : ক. ভাষা আন্দোলনভিত্তিক বাংলা সাহিত্য; খ. নারী শিক্ষা উন্নয়ন ; গ. বিশ্ব জলবায়ু পরিবর্তন ঘ. ভেজাল বিরোধী অভিযান ; ঙ. বাংলাদেশে তথ্য অধিকার । ২. বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন : ক. ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি : ইন্টারনেট কী? ইন্টারনেটের বহুবিদ ব্যবহার : ইন্টারনেট ব্যবহারে সুবিধা ; ইন্টারনেট ব্যবহারের অসুবিধা ; তথ্য -প্রযুক্তি ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজনীয়তা; ইন্টারনেটের সহজ লভ্যতা; ইন্টারেনটের সম্প্রসারণ; ইন্টারনেট ব্যবহারে সরকারি ও বেসরকারি সহযোগিতা । খ. বাংলাদেশে পর্যটন শিল্প: ভ্রমণ ও পর্যটন ; সংজ্ঞার্থ ও পরিচয় : পর্যটনের যৌক্তিকতা, উদ্দেশ্য ও পদ্ধতি : বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের প্রেক্ষাপট ; বাংলাদেশে পর্যটন শিল্পের হালচাল, বেসরকারী খাতে পর্যটন; পর্যটনের নীতিমালা ; বাংলাদেশে বিদেশী পর্যটকদের আগমন; আন্তর্জাতিক পর্যটন; সেবা হিসেবে পর্যটন; পর্যটন তথ্য -সার্ভিস ; বাংলাদেশে পর্যটন শিল্পের সংকটসমূহ ; পর্যটনশিল্পের উন্নয়নে সুপারিশ ; উপসংহার । গ. বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন : বিশ্বায়নের ধারণা; বিশ্বায়নের গতি -প্রকৃতি ; বিশ্বায়নের নানা দিক; বিশ্বায়ন বনাম তৃতীয় বিশ্ব; বিশ্বায়নের ৫ টি ইতিবাচক দিক ; বিশ্বায়নের ৫ টি নেতিবাচক দিক ; বাংলাদেশ কি বিশ্বায়নের চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম? ধনবান দেশগুলোর দৃষ্টিভঙ্গি ; W.T.O সহ আন্তর্জাতিক সংস্থাসমূহের ভূমিকা। ৩. যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন : ক. শিক্ষা কমিশন রিপোর্টের কতিপয় প্রস্তাব সম্পর্কে মতামত জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি লিখুন। খ. আপনার এলাকার একজন সাদা মনের মানুষের সংবর্ধনা হবে। গ. মফস্বলের কোনো প্রতিষ্ঠান থেকে ঢাকার কোনো প্রতিষ্ঠানের এজেন্সি চেয়ে বাণিজ্যক পত্র লিখুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ২. যে কোনো একটি প্রবাদের ভাব -সম্প্রসারণ করুন ( অনধিক ২০ টি বাক্য ) ক. যে সহে, সে রহে। খ. অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে। ৩. সারমর্ম লিখুন : ক. নমি আমি প্রতি জনে, আদ্বিজ চণ্ডাল, প্রভু ক্রীতদাস ! সিন্ধুমূলে জলবিন্দু , বিশ্বমূলে অণু ; নমি কৃষি -তন্তুজীবী , স্থপতি তক্ষক, কর্ম, চর্মকার। অদ্রিতলে শিলাখণ্ড - দৃষ্টি অগোচরে, বহ অদ্রিভার! কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে হে পূজ্য , হে প্রিয়! একত্বে বরেণ্য , তুমি , শরণ্য এককে, ____ আত্মার আত্মীয় । খ. স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায় - পরায়ণতার । সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক , তাদের আবেদনে নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু'চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়; দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই । ৪. অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন : ক. চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন । খ. ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলোচনা করুন । গ. বড়ু চন্ডীদাসের পরিচয় দিন। ঘ. বৈষ্ণব পদাবলি কী? এগুলাে কোন শতাব্দীর রচনা? ঙ. বাংলা সাহিত্যের চৈতন্যদেব কেন স্মরণীয় ? চ. মধ্যযুগের সাহিত্যের সাথে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কী? ছ. রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতার কী ধরনের সাহিত্য রচিত হয়? সে সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন। জ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয় ? ঝ. 'রবীন্দ্রনাথের ছোটগল্পে নারী -ব্যক্তিত্ব ' শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন । ঞ. 'বীরবলী গদ্যে'র স্রষ্ট্রা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোকপাত করুন । ঠ. 'কল্লোল -যুগ' বলতে কী বোঝেন? এ যুগের সাহিত্যকে কেন 'ত্রিশোত্তর সাহিত্য 'বলা হয়? ড. অ্যাবসার্ড নাটক কী? বাংলাদেশে যে সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাদের নামোল্লেখ করুন । চ. শামসুর রাহমানের কবি -প্রতিভার পরিচয় দিন। ণ. বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে কোনো একটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : প্রথম পত্র; ১. ক . বানান ,শব্দ প্রয়োগ ,বিন্যাস ,চলিত রীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন : ১. বঙ্কিমচন্দ্রের রচনারীতির উৎকর্ষতা অনস্বীকার্য । ২. সূশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত। ৩. সকলের সহযোগীতায় আমি স্বার্থকতা লাভ করতে চাই । ৪. ঝুড়িতে রাখা সমস্ত মাছগুলাের আকার একই রকমের। ৫. তাহার শুশ্রুষা ও সান্তনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম। ৬. এমন অসহ্যনীয় ব্যাথা কখনো অনুভব করিনি। ৭. স্ব স্ব ভূমির পুস্করিনী পরিস্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরষ্কার ঘোষণা করিয়াছে। ৮. কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে। ৯. তিনি সানন্দিতচিত্তে সম্মতি দিলেন । ১০. সে যে তীরের সব জমিগুলো আমার আয়ত্ত্বাধীনে আছে। ১২. ভূমিকম্পে ঊর্ধ্বমুখী দালানটি ধ্বসে পড়লো । খ. শূন্যস্থান পূর্ণ করুন : কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে ___ হয়ে উঠেছেন। তাদের মতো মানুষের জীবনযাপনে ___ প্রকাশ পায় । কিন্তু চিন্তাভাবনার ক্ষেত্রে তারা ___ কে অতিক্রম করতে চেষ্টা করে না । তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোনো কাণ্ডজ্ঞান জন্মে না । ফলে, সকল ক্ষেত্রে তারা ___ গা ভাসিয়ে চলে । দেশের উন্নতির জন্য ___ তাদের পক্ষে সম্ভব নয় । গ. ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : মাছের মা'র পুত্রশোক । ঘ. নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন : পরিপত্র; মুচলেকা, সমঝোতা-স্মারক , সংশ্লেষণ ,কুম্ভিলকবৃত্তি, প্রত্ন -উৎস । ঙ. সূত্রানুসারে বাক্য রুপান্তর কর: ১. যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। ( যৌগিক বাক্য) ২. পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য) ৩. তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। ( জটিল বাক্য) ৪. জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে । (সরল বাক্য) ্ ৫. তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? ( যৌগিক বাক্য) ৬. তোমাকে দেয়ার মতো আমার কিছুই নেই। ( জটিল বাক্য) ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : দ্বিতীয় পত্র ; ১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন : ক . মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস : খ. নদী ভাঙন ও তার সম্ভাব্য প্রতিাকর গ. বিশ্ব জলবায়ু পরিবর্তন ; ঘ. বাংলাদেশের জনশক্তি রপ্তানি ; ঙ. বাংলাদেশে পাটশিল্পের ভবিষ্যৎ । ২. বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন : ক. পরিবেশ আন্দোলন : ( পরিবেশ আন্দোলনের সূচনা : এই আন্দোলনের কারণসমূহ ; বিশ্ব পরিবেশ সচেতনতা ;পরিবেশ আন্দোলনে বাংলাদেশের অবস্থান ; এই আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; আন্দোলনের ভবিষ্যৎ ; এই আন্দোলনে সরকারি -বেসরকারি সহযোগিতা ।) খ. ভূমিকম্প : (ভূমিকম্প কী এবং কেন হয়? ভূমিকম্পের পরিমাপ ও মাত্রা : বাংলাদেশে ভূমিকম্পের সম্ভবনা; এর মাত্রা বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ অভিমত ; ভূমিকম্প চলাকালে কী করণীয় ; শেষ হলে কী কী করা কর্তব্য; ভূমিকম্প মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি ; উপসংহার । ) গ. সাংস্কৃতিক আগ্রাসন : (দেশজ সংস্কৃতি : সংস্কৃতির বিশ্বায়নের সূচনা; বহি-সংস্কৃতির আগ্রাসন ও প্রসারণ ; সাংস্কৃতিক আগ্রাসনে স্থানীয় সংস্কৃতির অবস্থা; বিশ্ব ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের ইতিবাচক দিক; স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ; সরকারের করণীয় ) । ৩. যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন : ক. স্কুল -কলেজের পাঠ্যপুস্তুক ইতিহাস বিকৃতিগত ক্রটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি লিখুন । খ. আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পাঠের জন্য একটি মানপত্র রচনা করুন । গ. বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণের যৌক্তিকতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুুয়া ছোট ভাইকে অনুপ্রাণিত করে একটি পত্র লিখুন।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ২. যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন ( অনধিক ২০ টি বাক্য ) : ২০ ক. নাচতে না জানলে উঠান বাঁকা খ. অল্প জলের তিত পুঁটি, তার এত ছটফটি। ৩. সারমর্ম লিখুন : ক. হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন , কঠোর গদ্যে আনো, পদ -লালিত্য -ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো ! প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা - কবিতা তোমায় দিলাম আজকে ছুটি , ক্ষুধার রাজ্যের পৃথিবী গদ্যময় : পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি । খ. হিন্দুত্ব মুসলমানত্ব সেই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব ।এই দুই ত্ব মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আজ যে মারামারিটা বেধেছে, সেটাও এই পণ্ডিত - মোল্লার ম মারামারি ,হিন্দু -মুসলমানদের মারামারি নয় । নারায়ণের গদা আর আল্লাহ তলোয়ার কোনোদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনই এক , তাঁর এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না। ৪. অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন : ক. চর্যাপদের পদকর্তার সম্পর্কে ধারণা দিন । খ. নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে ? গ. দু'জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন। ঘ. মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলোর লিখুন । ঙ. জীবনী সাহিত্য বলতে কি বুঝেন ? চ. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন । ছ. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন? জ. বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন। ঝ. বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন । ঞ. 'বিষাদ সিন্ধু' গ্রন্থের জনপ্রিয়তার কারণ কি ? ট. বাংলা সাহিত্যে 'সবুজপত্র' পত্রিকার অবদান সম্পর্কে লিখুন । ঠ. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্য কে রচনা করেন ? তাঁর কবি মানসের পরিচয় দেন । ড. বিয়োগান্ত নাটক কাবে বলে? নাট্যকারের নামসহ দুটি পথ নাটকের নাম লিখুন । ঢ. পথ নাটক কাকে বলে? নাট্যকারের নামসহ দু'টি পথ নাটকের নাম লিখুন । ণ. মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : প্রথম পত্র ; ১. ক. বানান, শব্দ প্রয়োগ, বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিম্নের বাক্যগুলো পুনরায় লিখুন। ১. অস্তমান সূর্য দেখতে পর্যটকেরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে। ২. তিনি স্বস্ত্রীক অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৩. সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৪. অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করেছি। ৫. মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়। ৬. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। ৭. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা করা অনুচিত। ৮. নতুন নতুন ছেলেগুলি বড়ুই উতপাত করছে। ৯. তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়। ১০. রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিস্ময় । ১১. বিমানের সিলেটগামী আভ্যন্তরীন ফ্লাইটটি দেরীতে ছাড়বে । ১২. ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয় । খ. শূন্যস্থান পূর্ণ করুন : কালোবাজারিতে টাকা করে রফিক সাহেব এখন সমাজে _____ হয়ে উঠেছেন। তাদের মত মানুষের জীবনযাপনে ____ প্রকাশ পায় । কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রে তারা ____ কে অতিক্রম করতে পারে না। তাই সমাজ ও সংসার সম্পর্কে তাদের কোনো _____ জন্মে না । ফলে, সকল ক্ষেত্রে তারা ____ ভাসিয়ে দেয় । গ. ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : অতি দর্পে হত লঙ্কা। ঘ. নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য লিখুন : অধ্যাদেশ , প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র । ঙ. সূত্রানুসারে বাক্যে রুপান্তর করুন : ১.না গেলে দেখতে পাবে না । ( যৌগিক বাক্য) ২. আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পরি । (সরল বাক্য ) ৩. সৎপথে চল, সেখানে জীবনে উন্নতি হবে । ( সরল বাক্য) ৪. তিনি আর এ পথ মাড়ান না । ( জটিল বাক্য) ৫. যদি বারণ কর তবে গান গাবনা । ( সরল বাক্য) ৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় । ( না বাচক বাক্য )
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ২. যে কোনো একটি প্রবাদের ভাব -সম্প্রসারণ করুন ( অনধিক ২০ টি বাক্যে ) : ক. চাঁদের ও কলঙ্ক আছে। খ. গঙ্গাজলে গঙ্গপুজো। ৩. সারমর্ম লিখুন : ক. রুপনারাণের কূলে জেগে উঠিলাম , জানিলাম এ জগৎ স্বপ্ন নয় । রক্তের অক্ষরে দেখিলাম আপনার রুপ , চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়; সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম , সে কখনো করে না বঞ্চনা । আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্যে লাভ করিবারে, মুত্যুতে সকল দেনা শোধ করে দিতে। খ. যতটুকু আবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন । আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান থাকা । আবশ্যক , নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত ঘটে। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। অর্থাৎ যতটুকু মাত্র শিক্ষা আবশ্যক ___ তাহারই মধ্যে ছাত্রদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলেরা ভাল করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলে ও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়। ৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন : ২ গুন ১৫ =৩০ ক. চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন । খ. 'শ্রীকৃষ্ণকীর্তন ' কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন । ঘ. যুগসন্ধিক্ষণের কবি কে? কেন বলা হয়? ঙ. বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যাসাগরের অবাদন নির্দেশ করুন । চ. বীরাঙ্গনা কাব্যের যে কোনো একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য লিখুন । ছ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন জ. 'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা? এটি কোন ধরনের সৃষ্টিকর্ম? ঝ. রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত একটি মহিলা সমিতির পরিচয় দিন । ঞ. 'কল্লোল যুগ ' সম্পর্কে ধারণা দিন । ট. জীবনানন্দ দাশের কবিতার চিত্ররুপময়তার উপস্থিতি তুলে ধরুন । ঠ. আখতারুজ্জামান ইলিয়াস অথবা হাসান আজিজুল হকের ওপন্যাসিক পরিচয় দিন। ড. ভাষা- আন্দোলনের প্রভাবে রচিত যে কোনো নাটক সম্পর্কে ধারণা দিন। ণ. প্রাবন্ধিক হিসেবে আবদুল ওদুদ অথবা আহমদ শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করুন ।
গ. 'মনসামঙ্গল' কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : প্রথম পত্র; ১. ক. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস , ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন : ১. সমস্ত প্রাণীকুলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন। ২. মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ। ৩. তোমার কটুক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন । ৪. রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন। ৫. কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না। ৬. আমি বিভূতিভূষন বন্ধ্যোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়ি নি। ৭. পুকুর পরিস্কারের জন্য কতৃপক্ষ পুরষ্কার ঘোষণা করেছে। ৮. অদ্যক্ষ মহুদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল। ৯. বিষয়টি মস্তিষ্ক গ্রহণ করার নয়, অন্তরে উপলদ্ধির যোগ্য। ১০. অনুষ্ঠানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত । ১১. সেই ভীবৎসো ঘটনা এখন ও বিস্মিত হতে পারি নি। ১২. লক্ষী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক । খ. শূন্যস্থান পূরণ করুন : _______ স্বাধীনতাযুগে সমাজপতিরা সমাজ -উন্নয়নে ______ ধরতেন। ফলে, জন -অধিকার আদায়ের স্বপ্ন ____ ছিল না । বর্তমানে ______ ধনীরা সে পদ অধিকার করেছেন । তাই, জনগণের ______ উন্নত জীবনের স্বপ্ন হয়ে উঠেছে যেন _______ । গ. ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : অভিহিত মূল্য; র্নিঘণ্ট; পরিবীক্ষণ, রুপরেখা, মোক্তারখানা, প্রাধিকার। ঘ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্ত করুন : অভিহিত মূল্য , নির্ঘণ্ট, পরিবীক্ষণ . রুপরেখা, মোক্তারনামা, প্রাধিকার । ঙ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন : ১. আগে পরীক্ষা দাও , পরে চিন্তা করো । ( সরল বাক্য) ২. এখনই না গেলে তার দেখা পাবে না । ( যৌগিক বাক্য) ৩. পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন? (জটিল বাক্য) ৪. যদি পানিতে না নাম , তবে সাঁতার শিখতে পারবে না ।( যৌগিক বাক্য ) ৫. যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারি। (সরল বাক্য ) ৬. সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। ( জটিল বাক্য )
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ৪. অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন : ২ গুন ১৫ =৩০ ক. 'সান্ধ্য ভাষা' কি? এ ভাষায় কোন সাহিত্য রচিত হয়েছে, সংক্ষেপে লিখুন । খ. বিখ্যাত চারজন বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিন । গ. আলাওলকে 'পণ্ডিত কবি ' বলা হয় কেন? ঘ. 'লায়লী মজনু' কাব্যের প্রেমের স্বরুপ আলোচনা করুন । ঙ. 'মেঘনাদ বধ' কাব্যের সর্গ সংখ্যা কত এবং কি কি? চ. সংক্ষেপে কপালকুণ্ডলা চরিত্রের স্বরুপ নির্ণয় করুন । ছ. 'গৃহদাহ' উপন্যাসে সুরেশ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করুন । জ. 'সধবার একাদশী' কি সার্থক প্রহসন? আলোচনা করুন । ঝ. লোক সাহিত্য বলতে কি বুঝেন ? এর প্রধান শাখা কি কি? ঞ . 'পাখির কাছে ফুলের কাছে' কার রচনা? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন । ট. কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? তার লেখা 'অশ্রুমালা' কাব্যের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ করুন। ঠ. গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে? তাঁর রচিত তিনটি কাব্যের নাম লিখুন। ড. সৈয়দ মুজতবা আলীর চারটি গ্রন্থের নাম লিখুন। ঢ. 'নারী জাগরণের অগ্রদূত' বেগম রোকেয়ার 'সুলতানার স্বপ্ন' রচনাটির কাহিনী সংক্ষেপে বিবৃত করুন। ণ. মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ২. যে কোনো একটি প্রবাদের ভাব-সম্প্রসারণ করুন (অনধিক ২০ টি বাক্য) : ক. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল। খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান । ৩. সারমর্ম লিখুন : ক. সবারে বাসিব ভাল, করিব না আত্মপর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ। মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ - মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ - সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ । দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত। মানুষে মানুষে হল কত হানাহানি । এবার মোদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাত সোল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী। খ. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর । অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর । বিশ্বের যা কিছু এল পাপ -তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর ,অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় -জ্ঞান? তারে বল, আদি -পাপ নারী নহে, সে যে নর- শয়তান । অথবা পাপ যে ....শয়তান সে ... নর নহে নারী নহে, ক্লীব সে ,তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে । এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রুপ , রস -মধু -গন্ধ সুনির্মল।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : প্রথম পত্র ; ১. ক. বানান, শব্দ -প্রয়োগ ও বিন্যাস , ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন : ১. দৈন্যতা প্রশংসনীয় নয় । ২. ছাত্রীগণের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম । ৩. এমন অসহ্যনীয় ব্যাথা আমি আর কখন ও অনুভব করি নাই। ৪. আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। ৫. আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত । ৬. তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। ৭. সমুদয় সভ্যগণ আসিয়াছেন । ৮. পাতায় পাতায় পরে শিশির শিশির। ৯. ঝনঝা শেষ হইতে না হতে কুঝঝটি অনচলটি ছাইয়া ফেললো। ১০. পৈত্রিক সম্পত্বির মাধ্যমে ভদ্রস্থতা রক্ষা হয়, মহদুপকারও হয় । ১১. সকলে একত্রিত হয়ে ধুমপান পরিত্যায্য ঘোষণা করিলেন। ১২. অনুবাদিত কবিতাটি পড়ে সে উচ্ছাসে উচ্ছল হয়ে উঠল। খ. শূন্যস্থান পূরণ করুণ : আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের না ____ উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল ___ যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড ___ শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ এই মূঢ়তাকে ____ না করতে পারে, তবে ____ কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক ____ এস পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো ___ উপায় নেই, এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয় । গ. ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর । ঘ. নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন : অন্বয় , কমা, অনুনাসিক, ছাঁদ , টোকা, সারসংক্ষেপ । ঙ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন : ১. ধনীরা প্রায়ই কৃপন হয়। ( জটিল বাক্য) ২. মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে। ( যৌগিক বাক্য) । ৩. যিনি পরের উপকার করেন , তাঁকে সবাই শ্রদ্ধা করে (সরল বাক্য ) ৪. সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় । ( প্রশ্নাত্মক বাক্য) ৫. আর ও কথা আছে । (নেতিবাচক বাক্য) ৬. তাঁর আদর্শ বিস্মরণযোগ্য নয় । (অস্তিবাচক বাক্য)
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : দ্বিতীয় পত্র; ১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন : ক . মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ ; খ. দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজ শক্তির ভূমিকা ; গ. বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্যৎ ; ঘ. বাঙালির বুদ্ধির মুক্তি আন্দোলন ও বাংলা সাহিত্য ; ঙ. বাংলাদেশে ফোকলোর চর্চা । ২. বন্ধনীর মধ্যে উল্লিখিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন : ক. পরিবেশ আন্দোলন : (পরিবেশের সংজ্ঞা : পরিবেশ আন্দোলনের সূচনা; পরিবেশ আন্দোলনের কারণসমূহ; বিশ্ব পরিবেশ সচেতনতা ; পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা; পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়; পরিবেশ আন্দোলনে সরকারি ও বেসরকারি সহযোগিতা ; উপসংহার। ) খ. নারীর ক্ষমতায়ন : (সূচনা : বিশ্ব পেক্ষাপট ; বাংলাদেশ প্রেক্ষাপট , প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান ; নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া ও বাস্তব প্রেক্ষাপট ; নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা; নারীর ক্ষমতায়নের সরকারের গৃহীত পদক্ষেপ; উপসংহার । ) ৩. যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন : ক. বিদ্যালয় মহাবিদ্যালয়ের পাঠ্যপ্রস্তকে ইতিহাস বিকৃতিগত ক্রটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন । খ. আপনার অঞ্চলের কৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে একটি ' কমিউনিটি খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন' মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন । গ. মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে পৌর মেয়রকে পত্র লিখুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ৪ . অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উপর লিখুন : ১৫ গুন ২ =৩০ ক. চর্যাপদ কে আবিষ্কার করেন ? খ. বাংলা গদ্যের জনক কে? গ. প্রাবন্ধিক হিসেবে হুমায়ূন আজাদের কৃতিত্ব আলোচনা করুন । ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি ছোটগ্রল্পের নাম লিখুন । ঙ. বড়ু চন্ডীদাস রচিত কাব্যটির নাম লিখুন । চ. তিনটি মঙ্গল কাব্যের নাম লিখুন । ছ. 'অবসরের গান' কবিতাটি কার রচনা? জ. মানিক বন্দ্যোপধ্যায়ের তিনটি উপন্যাসের নাম লিখুন । ঝ. ভাষা আন্দোলনভিত্তিক দুটি কবিতার নাম লিখুন । ঞ. মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি উপন্যাসের নাম লিখুন। ট. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে তিনটি বাক্য রচনা করুন । ঠ. বাংলাদেশের তিনজন বিশিষ্ট নাট্যকারের নামলিখুন । ড. বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম লিখুন। ঢ. বৈষ্ণব পদাবলির তিনজন শ্রেষ্ঠ পদকর্তার নাম লিখুন । ণ. কোন তিন কবির নাম যথাক্রমে কবিকণ্ঠহার, কবিকঙ্কণ ও রায়গুণাকর ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ৩. সারমর্ম লিখুন : ক. একদা ছিল না জুতা চরণযুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজন পদ নাহি তার অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের দুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ। খ. মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইতে । এখানে ভাষা চুপ করিয়া আছে , প্রবাহ স্থির হইয়া আছে, মানবত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দুগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ খ. শূন্যস্থান পূরণ করুন : বিদ্যা মানুষের মূল্যবান ____ , সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ___ তদপেক্ষা ও মূল্যবান। অতএব ,কেবল বিদ্বান বলিয়াই কোন লোক ___ লাভেরযোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন লোক যদি নানা ____ আপনার ____ পূর্ণ করিয়া ও থাকে, তথাপি তাহার ____ পরিত্যাগ করাই শ্রেয় । গ. ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদ টির নিহিতার্থ প্রকাশ করুন : ৬ পুষ্প আপনার জন্য ফোটে না । ঘ. নিচের শব্দগুলো দিয়ে পূর্ণবাক্য রচনা করুন : সান্ত্বনা , ঊর্ধ্ব , ধিক্কৃত , আশিস, অচিন্ত্য, কটূক্তি। ঙ. নির্দেশানুযায়ী বাক্যগুলো রুপান্তর করুন : ১. শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং বিদায় করলেন । ( সরল বাক্য) ২. যখন বিপদ আসে, তখন দুঃখ ও আসে । ( জটিল বাক্য) ৩. বিদ্বান লোক সর্বত্র আদরণীয় । (জটিল বাক্য) ৪. সে যেমন কৃপণ তেমন চালাক । ( যৌগিক বাক্য) । ৫. সে এম এ পাস করেছে বটে কিন্তু জ্ঞানলাভ করতে পারেনি।(জটিল বাক্য) । ৬. যখন বৃষ্টি থামলো , তখন আমরা স্কুলে রওনা হলাম। ( যৌগিক বাক্য) । ২. যে কোনো একটির ভাবসম্প্রসারণ লিখুন (অনধিক ২০ টি বাক্য) : ২০ ক. শৃঙ্খলিত সিংহের চেয়ে স্বাধীন গাধা উত্তম । খ. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ।
বর্ণনাঃ
উত্তর আসছে ।
প্রশ্নঃ বাংলা : প্রথম পত্র ১. ক. বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস , ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন : ১. এসব লোকগুলোর আমি চিনি। ২. তুমি আমার কাছে আর ও প্রিয়তর । ৩. শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। ৪. তিনি নিরহস্কারী ও নিরপরাধী মানুষ । ৫. সে গাছ হইতে অবতরণ করিল। ৬. অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। ৭. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। ৮. তার দারিদ্রতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। ৯. আমি অপমান করেছি। ১০. ইতোমধ্যে গ্রামের সমস্ত লোকেরা সম্বর্ধনা সভায় যোগ দিল। ১১. নিরপরাধী লোক কাকে ও ভয় করে না । ১২. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ বাংলা : দ্বিতীয় পত্র ১. যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন : ক. বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান ; খ. তথ্য -প্রযুক্তি ও নতুন গণমাধ্যম ; গ. বাংলাদেশের পোশাক -শিল্পে বৈদেশিক বিনিয়োগ : সংকট ও সম্ভাবনা; ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ঙ. বিকেন্দ্রীকরণ ও পল্লী -উন্নয়ন । ২. বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন : ৪০ ক. জনসংখ্যা সমস্যা জন -সম্পদে রুপান্তরে কর্মমুখী শিক্ষা : (কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব ; বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি ; যুগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন -সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ শ্রম বাজারে প্রশিক্ষিত জন -সম্পদের ভূমিকা। খ. সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ : ( সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম : ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান ; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক ; বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয় । গ. লৈঙ্গিক সমতাবোধ : ( লৈঙ্গিক সমতার ধারণা; কেন বিভাজন?; অসমতা কি প্রাকৃতিক ? অসমতার উৎসে সমাজের ভূমিকা : সমতা ও সামাজিক প্রগতি নারী -পুরুষ -যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ। ৩. যে কোনো একটি বিষয়ে পত্র লিখুন : ক. আপনার এলাকার অনুন্নত শিক্ষা- প্রতিষ্ঠানগুলো প্রভুত উন্নয়নকারী একজন বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন । খ. আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ায় নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির চর্চায় নেতিবাচক প্রভাব পড়তে পারে -এ আশঙ্কা জানিয়ে এবং মাটির সাংস্কৃতির গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদনপত্র লিখুন। গ. রাজধানীর কোন বিশিষ্ট পুস্তুক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ৪. অতি সংক্ষেপে উত্তর লিখুন : ক. 'চর্যাপদ' কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়? খ. বাংলা লিপির উৎস কী? গ. 'মোসলেম ভারত ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? ঘ. 'চন্ডীদাস সমস্যা' কী ঙ. আরাকান রাজসভায় বাংলা সাহিত্যে চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন । চ. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি ' কে ? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে? ছ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ? কোন প্রতিষ্ঠান থেকে তিনি 'বিদ্যাসাগ' উপাধি লাভ করেন? জ. বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন । ঝ. রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন । ঞ. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন । ট. বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল? ঠ. 'মজলুম আদিব' কে ? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন? ড. রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন । ঢ. 'পৃথক পলঙ্কে'র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন? ণ. 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস ' কী ? এর লেখক কে?
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ২. ভাবসম্প্রসারণ করুন : মানুষের মৃত্যু হলে তবু ও মানব থেকে যায়। ৩. সারমর্ম লিখুন : ১০ গুন ২ =২০ ক. হে চিরদীপ্ত , সুপ্তি ভাসা ও জাগার গানে; তোমার শিখাটি উঠুক জ্বলিয়া সবার প্রাণে। ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা । তুমি দাও বুকে অমৃতের তৃষা। আলোর ধ্যানে ! ধ্বংস তিলক আঁকে চক্রীরা বিশ্ব-ভালে। হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে স্বার্থ -জালে। ৱ খ. নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে সাধকজনে বিস্তারিতে তার মত কে জানে?
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ১. ক. বাক্যগুলো শুদ্ধ করুন : ১. তিনি স্বচ্ছল পরিবারের সন্তান। ২. এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক। ৩. মুখস্তবিদ্যা পরিহার করা দরকার। ৪. তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন। ৫. সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত। ৬. এটি একটি অনুবাদিত গ্রন্থ । ৭. আমি অপমান হয়েছি। ৮. এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক। ৯. এ তো তার দূর্লভ সৌভাগ্য ১০. তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে । ১১. বালকটি আরোগ্য হয়েছে। ১২. সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। খ. যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন : ১ গুন ৬ = ৬ ১. সুখের দিনে অমন ------- মাছি কত দেখা যায় । ২. পরীক্ষায় পাস করার জন্য সে _______ পণ করেছে। ৩. তার সঙ্গে ____ দেখা হয়। ৪. তাঁর অকাল মৃত্যু এ সংসারে ____ হয়ে দেখা দিল। ৫.ছলের টাকা ____ যায়। ৬. আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ______ । গ. ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন : ১ গুন ৬ = ৬ আগে-পিছে লণ্ঠন, কাজের বেলা ঠন্ ঠন্ । ঘ. বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন : ১ গুন ৬ = ৬ টনক নড়া; ডামাডোল ; কাষ্ঠহাসি ; গোড়ায় গলদ; লেফাফা দুরস্ত; লেজে গোবরে। ঙ. বাংলা পরিভাষা লিখুন : Abrogate ; Booking ; Bibliography; Execute, Agenda; Deed.
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ৪. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন : ক. চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। খ. বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য দেবের ভূমিকা পর্যালোচনা করুন । গ. বৈষ্ণব পদাবলি ধারায় বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন । ঘ. বাংলা সাহিত্যের ইতিহাসে রোসাঙ্গ রাজসভার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করুন । ঙ. রবীন্দ্র - ছোটগল্পভুক্ত তিনটি নারী চরিত্রের পরিচয় দিন । চ. 'বিষাদ -সিন্ধু'র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন । ছ. বাংলা সাহিত্যে 'কল্লোল যুগ' সম্পর্কে ধারণা দিন । জ. মুক্তিযুদ্ধভিত্তিক একটি বাংলা নাটকের মূল্যায়ন করুন । ঝ. সাম্প্রতিক বাংলাদেশে লোকধারার গানের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন । ঞ. বাংলাদেশের সাহিত্যনির্ভর চলচ্চিত্র সম্পর্কে আপনার ক্ত করুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ অথাব, খ. প্রতিদিনের এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যন্ত প্রভাত আমার কাছে স্লান। কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে ওঠে? যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয় । যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে এই কথা স্মরণ হলে কাল যা কিছু শ্রীহীন ছিল আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে , রুপের মধ্যে অপরুপকে দেখতে পায়; তাকে নতূন কোথা ও যেতে হয় না। ঐ অভাবটুকুর দ্বারাই অসীম সত্য তার কাছে সীমায়বদ্ধ হয়েছিল ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ