বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুটি। যথা – কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব।
ক . কর রাজস্ব – কর দুই প্রকার। যথা – প্রত্যক্ষ ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয় যে আইনগত ভাবে উক্ত কর প্রধানে বাধ্য। যেমন – আয়কর ও ভূমিকর। পরোক্ষ কর একজনের উপর ধার্য হলেও তা আংশিক বা পূর্ণভাবে অন্য কোন ব্যক্তি প্রদান করতে পারে। যেমন: মূল্য সংযোজন, অবগারি শুল্ক। জাতীয় রাজস্ব বোর্ড কর আদায় করে থাকে।
খ. কর বহির্ভূত রাজস্ব - সরকার কর ও রাজস্ব ছাড়া আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে যাকে কর বহির্ভূত রাজস্ব বলে। সরকারের কদরবহির্ভূত রাজস্বের উৎস সমূহ হলো সুদ, মুনাফা, ইজারা, প্রশাসনিক ফি ইত্যাদি।