প্যারীচাঁদ মিত্র
কালীপ্রসন্ন সিংহ
ভূদেব মুখোপাধ্যায়
তারাশ
ওমান
ইয়েমেন
ভুটান
মালে
১৯৪৭
১৯৫৬
১৯৬৯
১৯৭৫
প্রশ্নঃ কৃষিনির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
বর্ণনাঃ
কৃষিঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কৃষি ব্যাংক দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত প্রতিষ্ঠান। গ্রাম বাংলার কৃষিসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণত আওর্জনের লক্ষ্যে এ ব্যাংকের সৃষ্টি। ১৯৭৩ সালে একটি বিশেষায়িত সরকারি ব্যাংক হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। দেশে কৃষিঋণ পরিচালনা কর্মকান্ডের সিংহভাগই এককভাবে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবদান।
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
বি:দ্র: এই প্রশ্নের উত্তর আমাদের অজানা।অনুগ্রহকপূর্বক নিজেই চেষ্টা করুন!
ব্রোমিন ও নাইট্রোজেন
হাইড্রোজেন
ব্রোমিন
প্রশ্নঃ ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ?
বর্ণনাঃ
CFC অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস বায়ুমন্ডলের অজোন স্তরকে ফুটো করে দেয়। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে মানুষের চর্ম ক্যান্সার ও কোনো মারাত্মক রোগ সৃষ্টি করে। অপশনে উল্লিখিত কোনো গ্যাসই ওজোন স্তরের ক্ষতি করে না ।
সমাজতন্ত্রের সংগঠন
গনতন্ত্রের পুনঃপ্রবর্তন
মুক্ত আলোচনা
গনতান্ত্রিক সংগঠন
মেন্ডি
স্প্যানিশ
ইংরেজি
হাউসা
প্রশ্নঃ ঘানা-এর প্রধান ভাষা কী ?
বর্ণনাঃ
ঘানার দাপ্তরিক ভাষা (official language) ইংরেজি। হাউসা (hausa) ঘানার দাপ্তরিক ভাষা ইংরেজি। হাউসা ঘানার দাপ্তরিক ভাষা না হলেও এটা ঘানার lingua-franca (বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়) । ঘানার ১৬% মুসলমান হাউসা ভাষায় কথা বলে। উল্লেখ্য, মেন্ডি ও স্প্যানিশ ঘানার ভাষা নয়।
নেদারল্যান্ড
বেলজিয়াম
ফিনল্যান্ড
সুইজারল্যান্ড
হেলভেসিয়া
রোডেশিয়া
ডয়েসল্যান্ড
সলসবেরি
ছিটমহল
সমরকেন্দ্র
গোয়েন্দা সংস্থা
বিদ্রোহী দল
ঢাকা
করাচি
দিল্লি
কোলকাতা
ইন্দিরা গান্ধী
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
শ্রীমাভো বন্দরনায়েক
বেনজির ভুট্টো
বেলজিয়াম
ডেনমার্ক
যুক্তরাষ্ট্র
ইন্দোনেশিয়া
ইতালি
সুইডেন
জার্মানি
জাপান
একজন কবি ও রাজনীতিবিদ
একজন কবি ও সমাজসেবক
শিশুতোষ গ্রন্থলেখক ও সমাজসেবক
একজন কবি ও গৃহিণী
প্রশ্নঃ বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?
বর্ণনাঃ
বেগম সুফিয়া কামাল (১৯১১-৯৯) -এর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাঝের মায়া’, মন ও জীবন’, ‘উদাত্ত পৃথিবী’, ‘অভিযাত্রিক’, ‘মায়া কাজল’ প্রভৃতি। তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূল্ক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছে।
মোজাম্মেল হক
কামিনী রায়
জসীমউদ্দীন
সত্যেন্দ্রনাথ দত্ত
একপয়সার বাশিঁ
বহুবচন
উত্তরণ
খাতার শেষপাতা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
পৌরাণিক
সামাজিক
ঐতিহাসিক
রূপক
৪টি
৩টি
৫টি
৬টি
যাপিত জীবন
খোয়াবনামা
পথ জানা নেই
ওঙ্কার
প্রথম চৌধুরী
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
শওকত ওসমান
হুমায়ন আহমদ
মুনীর চৌধুরী
সেলিম আল-দীন
নন্দিত নরকে
আমি বীরাঙ্গনা বলছি
চৌচির
অভিশপ্ত নগরী
প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
বর্ণনাঃ
নীলিমা ইব্রাহিম-এর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবেক নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনীনির্ভর জীবন ইতিহাস এই ‘আমি বিরাঙ্গনা বলছি। ‘নন্দিত নরকে’ (উপন্যাস)-হুমায়ূন আহমেদ। ‘চৌচির’ (উপন্যাস) আবুল ফজল। ‘অভিশপ্ত নগরী’ (উপন্যাস)—সত্যেন সেন।
চরিত্রহীন
দত্তা
শ্রীকান্ত
পথের দাবী
প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
বর্ণনাঃ
অপ্রাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)-এর আত্মজৈবনিক উপন্যাস ‘শ্রীকান্ত’ ৪ খন্ডে রচিত। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদাদিদি, রাজলক্ষ্মী, অভয়া, রোহিণী, গুরুদেব, যদুনাথ, সুনন্দা, কুশারী, পুটু, গহর, কমললতা। উপন্যাসটির সমাপ্তি টানা হয় কমললতার নিরুদ্দেশ যাত্রার মধ্য দিয়ে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ