Bangladesh Krishi Bank Officer (Cash) 13.01.2018 মোট প্রশ্ন = 0
দুঃখিত কোন সাবজেক্ট খুঁজে পাওয়া যাইনি।
Bangladesh Krishi Bank Officer (Cash) 13.01.2018 মোট প্রশ্ন = 0
দুঃখিত কোন সাবজেক্ট খুঁজে পাওয়া যাইনি।
৫০
৬০
৭৫
৮০
প্রশ্নঃ একজন বিক্রেতা ১১০ টাকা কেজি দরের কিছু চায়ের সাথে ১০০টাকা কেজি দরের দ্বিগুন পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২০০০টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিলো?
বর্ণনাঃ
ধরি, ১ম প্রকারের চা ক্রয় করেছিলেন ক কেজি এবং মূল্য (১১০Xক) = ১১০ক টাকা।
২য় প্রকারের চা ক্রয় করেছিলেন ২ক কেজি এবং মূল্য (১০০X২ক) = ২০০ক টাকা।
(ক+২ক) = ৩ক কেজি চায়ের ক্রয়মূল্য (১১০ক+২০০ক) = ৩১০ক টাকা।
আবার ৩ক কেজি চায়ের বিক্রয়মূল্য (১২০X৩ক) = ৩৬০ক টাকা।
প্রশ্নমতে,
৩৬০ক - ৩১০ক = ২০০০
=> ৫০ক = ২০০০
=> ক = ২০০০/৫০
=> ক = ৪০
২য় প্রকারের চা ক্রয় করেছিলেন (২X৪০) = ৮০ কেজি।
২০ ও ২৩
১০ ও ১৫
১৫ ও ১২
২৪ ও ১২
প্রশ্নঃ দুটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। পাইপ দুটি খুলে দেবার ৪ মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেয়ায় ট্যাংক পূর্ণ হতে আরও ৬ মিনিট সময় লাগল। প্রত্যেক পাইপ দিয়ে আলাদাভাবে ট্যাংক পূর্ণ করতে কত মিনিট লাগবে?
বর্ণনাঃ
১ম শর্তে
৮/ক+৮/খ=১.............( i)
২য় শর্তে
৪/ক+৪/খ+৬/খ=১
৪/ক + ১০/খ=১...........(ii)
(ii)×২ - (i) করে পাই
২০/খ - ৮/খ=১
১২/খ=১
খ=১২
খ এর মান (i) নং সমীকরণ এ বসায় পাই
৮/ক +৮/১২= ১
৮/ক=১ -২/৩
৮/ক=১/৩
ক=২৪
তাহলে ক=২৪ খ=১২ (উত্তর)
২৭
৩৯
৩৩
২৯
প্রশ্নঃ ৯৯৯৯৯৯- এর সাথে কোন ক্ষুদ্রত্তম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
বর্ণনাঃ
৯৯৯৯৯৯+২৭=১০০০০২৬, যা ৪, ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯+৩৯=১০০০০৩৮, যা ৪, ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯+৩৩=১০০০০৩২, যা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৯৯৯৯৯৯+২৭=১০০০০২৮, যা ৩, ৫, ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
উল্লেখিত অপশনের কোনোটাই সঠিক নয়।
২৮
৪০
৩৩
৩০
প্রশ্নঃ এক লোক তার স্ত্রীর চাইতে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪গুন। ৫বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ লোকের বয়স কত?
বর্ণনাঃ
যেহেতু ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর সেহেতু বর্তমানে ছেলের বয়স ৭ বছর।
তাহলে তার মায়ের বয়স হবে ৭*৪=২৮ বছর
সুতরাং লোকটার বয়স =২৮+৫=৩৩ বছর
সমীভবন
বিষমীভবন
সম্প্রকর্ষ
স্বরসঙ্গতি
ঝম-ঝম
ভাল-ভাল
রাশি-রাশি
ঘন-ঘন
মিঠাই
লোনা
লেজুড়ে
সাপুড়ে
পঙ্কজ
স্বন্দেশ
প্রবীণ
গায়ক
প্রশ্নঃ নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?
বর্ণনাঃ
যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন:
পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
অনাদর
অলঙ্কার
আবির্ভাব
অপমান
উইলিয়াম কেরি
গোলকনাথ শর্মা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রাম রাম বসু
প্রশ্নঃ 'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?
বর্ণনাঃ
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর-রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।
শ্রীকৃষ্ণ বিজয়
সেক শুভদয়া
শ্রীকৃষ্ণকীর্তন
ইউসুফ জুলেখা
প্রশ্নঃ নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?
বর্ণনাঃ
শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য।
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।
১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন।
১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ-সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি-মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
গরান
গেওয়া
ধুন্দুল
চাপালিশ
জাপান
শ্রীলঙ্কা
মালদ্বীপ
ভারত
প্রশ্নঃ জাপনা দ্বীপ কোথায় অবস্থিত?
বর্ণনাঃ
জাপনা দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত।
জাফনা হলো শ্রীলঙ্কার একটি শহর।এটি দেশের উত্তর অংশে জাফনা দ্বীপে অবস্থিত।এই শহরটি মান্নান উপসাগরের তীরে অবস্থিত।জাফনায় একটি সিমেন্ট কারখানা রয়েছে।এই শহরের বেসির ভাগ অধিবাসি তামিল ভাষার মানুষ।
এই শহর ও তার পাশের অঞ্চলের তালিম মানুষের দ্বারা স্বাধিন জাফনা গঠনের চেষ্টা চালু হয় ১৯৮০ সালের দিকেএর পর ২০০৯ সালে দেশের সেনা বাহীনির সঙ্গে এখান কার জন গনের সঙ্গে সস্ত সংগ্রাম শুরু হয়।
লুব্ধক
প্রক্সিমা সেন্টার
ক্যাসিওপিয়া
এন্ড্রোমিডা
প্রশ্নঃ সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি?
বর্ণনাঃ
সৌরজগতের নিকটতম গ্রহ প্রক্সিমা সেন্টার।
প্রক্সিমা সেন্টরাই বা আলফা সেন্টরাই সি হল আলফা সেন্টরাই নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তৃতীয় নক্ষত্র। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র।
সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ আলোকবর্ষ। প্রক্সিমা সেন্টরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন।
৮টাকা
২০ টাকা
২৪টাকা
২৮টাকা
আদেশ
অনুরোধ
প্রার্থনা
উপদেশ
প্রশ্নঃ 'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে?
বর্ণনাঃ কাল একবার এসো, তুই বাড়ি যা, ক্ষমা কর মোর অপরাধ। তিনটি বাক্যের মধ্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা ভাব রয়েছে। এছাড়া অনুমতি, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
Local Area Network
Campus Area Network
Wide Area Network
Global Area Network
প্রশ্নঃ আপনি আপনার অফিসের কম্পিউটার সমূহের মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপনা করতে চাইলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হবে?
বর্ণনাঃ
যে নেটওয়ার্ক তৈরী করা যাবে সেটা হলো LAN or Local Area Network. এর ফলে একই অফিসের সবগুলো কম্পিউটার একসাথে সংযোগ দেয়া যাবে। তথ্য আদান প্রদান সহজ এবং দ্রুত হবে। ফলে খরচ কম হবে, কাজ সহজ এবং দ্রুত হবে।
V
T
W
Y
Image File
Hypertext File
System File
Video File
AVG
Symantec
Kaspersky
ESET
Ctrl+E
Ctrl+C
Ctrl+R
Ctrl+Z
প্রশ্নঃ MS word এ Center alignment - এর জন্য কোনটি চাপতে হয়?
বর্ণনাঃ
Ms word এ এক ধরনের লেখার ধরন আছে যা মাঝখান থেকে সাজাতে হয়। এ ধরনের লেখার ক্ষেত্রে প্রথমে যে লেখাগুলোকে মাঝ বরাবর সাজাতে চান সে লেখাগুলোকে select করে ribbon এর paragraph option থেকে center align এ ক্লিক করতে হয়। অথবা সংক্ষেপে ctrl+E চাপলে লেখাগুলো মাঝ বরাবর সজ্জিত হবে।
Carbon Copy
Close contact
Close circuit
Contact Center
প্রশ্নঃ কোন ইমেইল CC এর অর্থ কি?
বর্ণনাঃ
Cc এর পূর্ণরূপ হচ্ছে Carbon copy অর্থাৎ কাওকে কোন মেইল পাঠানোর সময় আপনি যদি মনে করেন এই মেইলটি সম্পর্কে আরো কয়েকজন কে জানাননো দরকার। সেই ক্ষেত্রে আপনি সে ব্যক্তিদের মেইল এড্রেস Cc তে রাখতে পারেন। এর ফলে Cc তে রাখা সবাই একে অপরের মেইল দেখতে পারবে।
Adobe Photoshop
Harvard Graphics
DBASE
ab
নাটক
উপন্যাস
প্রবন্ধ
কাব্যগ্রন্থ
রো কলাম
স্প্রেডসিট
সেল
b ও c
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ