প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতি থেকে এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষ অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন ঘটানো যায়। বাংলাদেশে যে সমস্ত সম্পদ বিদ্যমান তার মধ্যে বনজ সম্পদ , কৃষি সম্পদ , শিল্প সম্পদ ও পানি সম্পদ অন্যতম।