বাংলাদেশ বনাম ভারতঃ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২৫,৬০২ বর্গ কি. মি. সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল। নেদারল্যান্ড এ অবস্থিত স্থায়ী সালিশি আদালতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মামলা হয়। ৭ জুলাই। ২০১৪ মামলাটির রায় হয়। রায়ে বাংলাদেশের লাভ হয় ১৯,৪৬৭ বর্গ কি. মি. ।
বাংলাদেশ বনাম মিয়ানমার : ২০১২ সালে ১৪ মার্চ জার্মানিতে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এ বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলার রায় হয়।