বর্ণনাঃ বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি ছিটমহল ছিল। ছিটমহলগুলোর মোট আয়তন ছিল ১৭১৫৮.০৫ একর। এ ছিটমহল গুলো ছিল লালমনিরহাট (৫৯ টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারীতে (৪টি)। উল্লেখ্য, বাংলাদেশ -ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ থেকে ছিটমহল সমস্যার অবসান ঘটে।
মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।