বাংলাদেশে বর্তমানে ২২ টি স্থল বন্দর আছে। বেনাপোল বাংলাদেশের বৃহত্তম এবং একমাত্র সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন স্থলবন্দর।
বাংলাদেশের স্থলবন্দর
অবস্থান
ভারত মিয়ানমারের অবস্থান
বাংলাবান্ধা
তেতুলিয়া, পঞ্চগড়
ফুলবাড়িয়া, পশ্চিমবঙ্গ
বুড়িমারি
লালমনিরহাট
চন্দ্রবান্ধা, পশ্চিমবঙ্গ
হিলি
দিনাজপুর
হিলি, পশ্চিমবঙ্গ
বিরল
দিনাজপুর
গৌর, পশ্চিমবঙ্গ
সোনা মসজিদ
চাঁপাইনবাবগঞ্জ
মোহাদিপুর, পশ্চিমবঙ্গ
তামাবিল
সিলেট
দাউকি, মেঘালয়
আখাউড়া
ব্রাক্ষ্মণবাড়িয়া
আগরতলা, ত্রিপুরা
হালুয়াঘাট
ময়মনসিংহ
গাছোয়াপাড়া, মেঘালয়
বিবিরবাজার
কুমিল্লা
শ্রীমন্তপুর, ত্রিপুরা
দর্শনা
চুয়াডাঙ্গা
কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ
বেনাপোল
শারশা, যশোর
পেট্রোপোল, পশ্চিমবঙ্গ
ভোমড়া
সাতক্ষীরা
ঘোজাডাঙ্গা, পশ্চিমবঙ্গ
টেকনাফ
কক্সবাজার
মুন্দু, মিয়ানমার
বিলোনিয়া
পরশুরাম, ফেনী
নাকুগাও
নালিতাবাড়ী, শেরপুর
রামগড়
খাগড়াছড়ি
বঙ্গসোনাহাট
ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম
তেগামুখ
তেগামুখ
দিমাগ্রি, মিজোরাম
চিলাহাটি
ডোমার, নীলফামারী
হলদিবাড়ি, কুচবিহার
দৌলতগঞ্জ
জীবননগর, চুয়াডাঙ্গা
ধনুয়া কামালপুর
বকশীগঞ্জ
শেওলা
বিয়ানীবাজার
নদীবন্দর
বাংলাদেশের প্রধান নদীবন্দরগুলো হলো, ঢাকা, বরিশাল, চাঁদপুর, খুলনা, বাঘাবাড়ি, পটুয়াখালী, নরসিংদী, আরিচা, নটখোলা, দৌলতদিয়া, টঙ্গী, মাওয়া, চর জানাজাত, আশুগঞ্জ, ভোলা, বরগুনা, নোয়াপাড়া, মীরকাদিম, ছাতক ও মেঘনাঘাট। ১৬ আগস্ট ২০১৫ ঘোড়াশাল ও ফরিদপুর দুটি নতুন নসীবন্দর ঘোষণা করা হয়।
সমুদ্র বন্দর
চট্টগ্রাম , মংলা , পায়রা এই তিনটি বাংলাদেশের সমুদ্র বন্দর।