নদ ও নদীঃ নদ এবং নদীর পার্থক্য হলো ব্যাকরণগত। যে সকল নদীর নাম নারীবাচক তাদেরকে বলা হয় নদী। যে সকল নদীর নাম পুরুষবাচক তাদেরকে বলা হয় নদ।
দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী
যে নদী সবচেয়ে বেশিপথ অতিক্রম করে সে দীর্ঘতম নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা এবং পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। বৃহত্তম নদী নির্বাচিত হয় যে নদী প্রতি মিনিটে সবচেয়ে বেশি পরিমাণ পানি প্রবাহিত হয় তা দেখে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এবং বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা।
প্রধান নদী
যে সকল নদী অন্য কোনো নদী থেকে সৃষ্টি না হয়ে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় তাকে বলে প্রধান নদী। নদীর প্রশস্ত মোহনাকে খাড়ি বলে। দুটি নদী মিলিত হওয়াকে সঙ্গম বলে।
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট
নদী গবেষণা ইন্সটিটিউট পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের একটি জাতীয় প্রতিষ্ঠান। এট ফরিদপুরে অবস্থিত।
যৌথ নদী কমিশন
১৯৭২ সালে গঠিত হয় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। কার্যবিধি অনুসারে যৌথ নদী কমিশনের কার্যক্রম সমূহ হচ্ছে বন্য