NGO এর পূর্ণরূপ Non Government Organization। বাংলাদেশের প্রধান NGO গুলো হলো ব্র্যাক, আশা, প্রশিকা, কেয়ার, শক্তি ফাউন্ডেশন , টি এম এস এস , এস এস এস ও স্বনির্ভর বাংলাদেশ ইত্যাদি।
এনজিও বিষয়ক ব্যুরো
বাংলাদেশে পরিচালিত এনজিওদের কার্যক্রম তদারকির জন্য ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় এনজিও বিষয়ক ব্যুরো। এন জিও বিষয়ক ব্যুরো বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয় বিষয় মন্ত্রণালয়ের অধীন।
ব্র্যাক
বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক। BRAC এর পূর্ণরূপ হলো Bangladesh Rural Advancement Committee। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। ব্র্যাক বর্তমানে বিশ্বের ১৪ টি দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কেয়ার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ
CARE একটি আমেরিকান এনজিও। এর পূর্ণরূপ হলো Co Operation for Assistance and Relief Everywhere।