triumphant
fragile
rigid
competent
প্রশ্নঃ Although my rival was more---than I, was willing to accept the challenge.Choose the correct words to fill in the blanks in each sentence.
বর্ণনাঃ
Triumphant-- অপরাজিতা, সফলকাম।
Fragile - ভঙ্গুর।
Rigid - দৃঢ়।
Competent - যোগ্য।
Tactile-. স্পর্শযোগ্য যেগুলো বাক্যের সাথে মানানসই না।
present
predict
prefix
pretend
প্রশ্নঃ In today's first changing world, it is very difficult to---what will happen in the future. Choose the correct words to fill in the blanks in each sentence.
বর্ণনাঃ
Present - উপস্থাপন করা।
Predict - ভবিষ্যদ্বাণী করা।
Prefix - পূর্বে যুক্ত করা।
Pretend - ভান করা।
Precinct -প্রাঙ্গন, পরিসর।
শূন্যস্থানে predict বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
cannot-probable
tried to-nonexistent
could not-underlying
strived to-threadbare
প্রশ্নঃ The economists---reach an agreement on the--- causes of the recession. Choose the correct words to fill in the blanks in each sentence.
বর্ণনাঃ
Could not - underlying শব্দ দুটি বসালে বাক্যটির অর্থ - অর্থনীতিবিদরা মন্দার অন্তর্নিহিত কারণ সম্পর্কে সমঝোতায় আসতে পারল না।
এছাড়া probable -সম্ভাব্য।
nonexistent - অবাস্তব।
strive - সংগ্রাম।
Threadbare- মামুলী।
respect-presceiption
attention-advice
interest-advice
heed-advice
প্রশ্নঃ Please pay---to the doctor's---if you want to get well soon. Choose the correct words to fill in the blanks in each sentence.
বর্ণনাঃ
pay heed to something or somebody অর্থ কাউকে বা কোনো কিছুতে মনোযোগ দেয়া।
বাক্যটির অর্থ -- যদি তাড়াতাড়ি সুস্থ হতে চাও তাহলে দয়া করে ডাক্তারের উপদেশ মনোযোগ দিয়ে শোনো।
disheartened
petrified
overwhelmed
pained
প্রশ্নঃ The reality show participants were---by the positive response they got from the coward. Choose the correct words to fill in the blanks in each sentence.
বর্ণনাঃ
বাক্যে positive response থকতে বোঝা যাচ্ছে যে বাক্যের শূন্যস্থানে positive word বসবে।
অপশনে positive word হলো overwhelmed ( অভিভূত)।
disheartened - আতঙ্কিত।
enraged-রাগান্বিত।
replace (good) with (well)
replace (do) with (done)
replace (told) with (tell)
replace (hard) with(tough)
প্রশ্নঃ The teacher told the students that they could do good in the examination only by working hard. Choose the corrections that should be made to the sentence in the bracket below.
বর্ণনাঃ
Do verb এর পরে adjective না বসে adverb বসে।
যেমন- do quickly, do hurriedly ইত্যাদি।
good যেহেতু adjective সেহেতু good এর স্থলে well ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
replace (find) with (finds)
replace (the) with (a)
replace (awaken) with (wake up)
replace (before) with (till)
প্রশ্নঃ I find it very difficult to awaken before ten in the morning. Choose the corrections that should be made to the sentence in the bracket below.
বর্ণনাঃ
Awaken হলো transitive verb এর পর objective প্রয়োজন।
awaken অর্থ জাগ্রত করা বা জাগানো।
সুতরাং awaken এর স্থলে wake up বসালে সঠিক হবে।
replace (untill) with (till)
replace (eat) with (ate)
replace (feed) with (fed)
replace (would) with (will)
প্রশ্নঃ The mother would not eat untill she had feed all her children. Choose the corrections that should be made to the sentence in the bracket below.
বর্ণনাঃ
Until এর পরের clause এ had + verb এর p.p থাকার কথা থাকলেও verb এর present from ব্যবহার করা হয়েছে।
সুতরাং feed এর স্থলে feed এর p.p fed বসালে বাক্যটি সঠিক হবে।
replace (no) with (any)
replace (so) with (such)
replace (than) with (then)
replace (walk) with (walking)
প্রশ্নঃ The jam was so severe that I had no option rather than to walk home. Choose the corrections that should be made to the sentence in the bracket below.
বর্ণনাঃ
Rather এর স্থলে বাক্যে other ব্যবহৃত হবে।
Other than অর্থ ছাড়া বা ব্যতীত।
other than যোগে বাক্যটির বাংলা অর্থ হলো -- যানজট এত তীব্র ছিলো যে আমার হেঁটে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
replace (never) with (not)
replace (if) with (unless)
replace (of) with (to)
replace (accepting) with (acceptance)
প্রশ্নঃ You will never success if you are scared of accepting challenges. Choose the corrections that should be made to the sentence in the bracket below.
বর্ণনাঃ
You will never এর পর verb এর presence form প্রয়োজন।
success এর verb form হলো succeed.
সুতরাং সঠিক উত্তর - succeed.
cried
fled
surrendered
won
প্রশ্নঃ The government (gave in) when the armed forces joined the revolt against the President. In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
বর্ণনাঃ
Give in একটি phrasal verb.
Give in - এর অর্থ আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা।
Surrender - আত্মসমর্পণ করা।
সঠিক উত্তর - surrendered.
caught up
passed
met
collided
প্রশ্নঃ A taxi (run into) the back of a bus. In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
বর্ণনাঃ
Run into অর্থ ধাক্কা খাওয়া ; সংঘর্ষ লাগা অর্থাৎ collide.
বাক্যটির অর্থ ট্যাক্সিটি বাসের পিছনের অংশে ধাক্কা খেল।
assemble
recreate
dissect
upgrade
প্রশ্নঃ We (put together)the bookcase by following the instructions in the manual. In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
বর্ণনাঃ
put together অর্থ পূর্ণ রূপ দিতে বিভিন্ন অংশসমূহকে একত্র করা।
অন্যদিকে assemble -
Recreate- পুনরায় তৈরি করা।
Upgrade - উন্নয়ন ঘটানো।
Dissect- ব্যবচ্ছেদ।
সঠিক উত্তর - assemble.
showcased
informed everyone
cancelled
rescheduled
প্রশ্নঃ The union threatened a strike but (called it off) at the last minute. In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
বর্ণনাঃ
Call something off- প্রত্যাহার করা; বাতিল করা।
cancel - শব্দটি call off কে প্রতিস্থাপন করতে পারে।
showcase- দর্শানো।
showcase--সবাইকে জানানো।
collect
obtain
steal
show
প্রশ্নঃ How did you (come by) that cheque. In each of the following questions choose the option which best expresses the meaning of the bracket section.
বর্ণনাঃ
Come by - অর্থ অর্জন করা; পাওয়া অর্থাৎ obtain.
Come by অথবা obtain যোগে বাক্যটির অর্থ ঐ চেকটি তুমি কীভাবে পেলে?
Wreckage
Anchorage
Foliage
Regaliage
প্রশ্নঃ In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
বর্ণনাঃ
Age suffix যোগে correct word গুলো হলো wreckage - ছিন্নভিন্ন অংশসমূহ।
anchorage - নোঙর বাঁধার স্থান।
foliage- বৃক্ষপত্রাবলী।
Regaliage এ age suffix এর ভুল প্রয়োগ রয়েছে।
Indiscernible
Inconsiderate
Inrascible
Inteligible
প্রশ্নঃ In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
বর্ণনাঃ
In prefix যোগে correct শব্দ হলো indiscernible অদৃষ্টি গোচর।
inconsiderate - অবিবেচক।
Intelligible -বোধগম্য।
সুতরাং in prefix যোগে ভুল শব্দ হলো inrascible.
Irrational
Irresolute
Irrevocable
Irresponsible
প্রশ্নঃ In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
বর্ণনাঃ
In prefix যোগে গঠিত চারটি শব্দই সঠিক।
Irrational - অযোক্তিক।
Irresolute - অস্থিরমতি।
Irrevocable - অপরিবর্তনীয়।
Irresponsible - দায়িত্বহীন।
Transform
Reform
Conform
Perform
প্রশ্নঃ In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
বর্ণনাঃ
From এর পূর্বে trans, re, con এবং pre, prefix এর ব্যবহারগুলো সবগুলোই সঠিক।
Transfrom- রূপান্তর করা।
Refrom- পুনরায় গঠন করা।
Conform- অনুরূপ হওয়া।
Perform কার্য সম্পাদন করা।
Malpractice
Malnutrition
Malrendition
Maladroit
প্রশ্নঃ In each of the following questions, choose the option where the suffix of prefix has been INCORRECTLY used.
বর্ণনাঃ
Mal prefix ব্যবহার করে গঠিত ভুল শব্দ হলো malrendition.
বাকি শব্দের অর্থ হলো অসৎ আচরণ malpractice.
Malnutrition - অপুষ্টি।
Maladroit - অদক্ষ।
ষ+ম
ষ্+ন
ষ্+ণ
ষ্+হ
প্রশ্নঃ ”ষ্ণ” যুক্তবর্ণকে ভাঙ্গলে কোন কোন বর্ণ পাওয়া যায়?
বর্ণনাঃ বাংলা কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ: ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. হ্ম = হ+ম ৬. ঞ্চ = ঞ+চ ৭. ঙ্গ = ঙ+গ ৮. ঙ্ক = ঙ+ক ৯. ট্ট = ট + ট ১০. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম ১১. হ্ন = হ + ন ১২. হ্ণ = হ + ণ ১৩. ব্ধ = ব + ধ
জামা
বাবা
পাউরুটি
বুর্জোয়া
প্রশ্নঃ নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ?
বর্ণনাঃ
পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ
গীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা, আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন।
এখানেঃ গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।
রাখালী
সোজন বাদিয়ার ঘাট
বালুচর
ধানক্ষেত
প্রশ্নঃ জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বর্ণনাঃ জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) ➤ জসীমউদ্দীনের রচনা– ঠাকুরবাড়ির আঙিনায়। ➤ তার রচিত একমাত্র উপন্যাস– ‘বোবাকাহিনী’। ➤ জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনিকাব্য– নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতা যে ছন্দে রচিত– মাত্রাবৃত্ত। ➤ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ– এক পয়সার বাঁশী। ➤ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো– প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ। ➤ ‘The Field of the Embroidered Quilt’ কাব্যটি কবি জসীমউদ্দীনের যে কাব্যের ইংরেজি অনুবাদ– নকশী কাঁথার মাঠ। ➤ ‘কবর’ কবিতায় পঙক্তি রয়েছে– ১১৮টি। ➤ জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে– নকশী কাঁথার মাঠ। ➤ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা– জসীমউদ্দীন। ➤ ‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা– জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি– ফরিদপুর জেলায়। ➤ জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত– ধানক্ষেত। ➤ ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য– কাহিনি কাব্য। ➤ পল্লীকবি জসীমউদ্দীন মারা যান– ১৯৭৬ সালে। ➤ ‘পল্লীকবি’ কাকে বলা হয়– জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যের রচয়িতা– জসীমউদ্দীন। ➤ ’কবর’ কবিতাটি যে কবির রচনা– জসীমউদ্দীন। ‘ ➤ কবি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ– চলে মুসাফির। ➤ জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত– রাখালী। ➤ কবি জসীমউদ্দীনের জীবনকাল– ১৯০৩-১৯৭৬ ➤ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ– রাখালী। ➤ জসীমউদ্দীনের ’কবর’ কবিতা যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়– কল্লোল। ➤ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন যে কবি– জসীমউদ্দীন। ➤ ‘রাখালী’ কাব্যটির রচয়িতা– পল্লীকবি জসীমউদ্দীন। ➤ জসীমউদ্দীনের নাটক– বেদের মেয়ে।
শাহেদ আলী
হাসান আজিজুল হক
আবুল ফজল
আবু ইসহাক
প্রশ্নঃ ”জোঁক“ ছোটগল্পের রচয়িতা কে?
বর্ণনাঃ
আবু ইসহাক (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরীয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
ষ ও স
শ ও হ
প ও ম
য ও ব
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ