'বচন' অর্থ সংখ্যার ধারণা । ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।
দ্রব্য, গুণ ও ক্রিয়াবাচক বিশেষ্যের বহুবচন হয় না।
যেমন- বহুবচন বাচক শব্দ : চয়, গ্রাম ইত্যাদি ।
বাংলা ভাষায় বচন দুই প্রকার । যথা- একবচন ও বহুবচন।
একবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণি, বস্ত্র বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন
বলে । যেমন- সে এলো । মেয়েটি স্কুলে যায়নি। ডাক্তার রোগী দেখছে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন।
বহুবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণি, বস্ত বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়,
তাকে বহুবচন বলে । যেমন- তারা গেল। মেয়েরা এখনও আসেনি । লোকে বলে (তাৎপর্য : সাধারণ
লোক বলে)। 'সেতার'-এর “সে' অনেক অর্থে দ্যোতনা করে।
বাংলা ভাষায় ব্যবহত একবচন এবং বহুবচন বাচক শব্দ
এরকবচন বাচক
টা.টি-খানা,খানি
বহুবচন বাচক
রা, গুলা, গুলি, গুলো. দিগ. দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব. সকল.
সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়. রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা. আবলি
প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।
বহুবচন করার নিয়ন
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ :
বহুবচন বাচক শব্দ
প্রয়োগ /ব্যবহার
গণ
দেবগ্ণ,নরগণ,জনগণ
বৃন্দ
সুধীবৃন্দ ,ভক্তবৃন্দ
মণ্ডলী
নির্বাচকমণ্ডলী,শিক্ষকমণ্ডলী
বর্গ
পণ্ডিতবর্গ,মন্ত্রিবর্গ
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ :
বহুবচন বাচক শব্দ
প্রয়োগ /ব্যবহার
বহুবচন বাচক শব্দ
প্রয়োগ /ব্যবহার
পুঞ্জ
মেঘপুঞ্জ
গুচ্ছ
কবিতাগুচ্ছ
মালা
পর্বতমালা
দাম
কুসুমদাম
রাশি
বালিরাশি
নিকর
কমলনিকর
রাজি
তারাকারাজি
নিচয়
কুসুমনিচয়
আবলি
পুস্তকাবলি
গ্রাম
গুণগ্রাম
নিমশ্রেণির প্রাণিবাচক (জন্তু ) শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ :
* পাল : রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে ।
* যূথ: হস্থিযুথ মাঠের ফসল নষ্ঠ করছে।
উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ :
* রা : ছাত্ররা, পাখিরা ।
* এরা, দের, দিগের, দিকে ইত্যাদিও ব্যবহৃত হয়।
বিশেষ নিয়মে বহুবচন
১) বিশেষ্য শব্দের এক বচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয় । যেমন-
সিংহ বনে থাকে (এখানে সিংহ এক বচন ও বহুবচন দুইই বোঝায়)। পোকার আক্রমণে ফসল নষ্ট হয় বেহুবচন)।
বাজারে লোক জমেছে (বহুবচন) মানুষ মরণশীল।
বনে বাঘ বাস করে।
২) একবচনাত্সক বিশেষ্যের আগে অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ঢের, অঢেল ইত্যাদি বহুতবোধক শব্দ বিশেষণ হিসেবে প্রয়োগ করেও বহুবচন বোঝানো হয় । যেমন- অজস্র লোক, অনেক ছাত্র, বহু নানা কথা ইত্যাদি ।
৩) অনেক জময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্িতৃ প্রয়োগেও বহুবচন সাধিত হয় । যেমন-