বাঙালি মধ্যবিস্তের সাহিত্যচর্চা ও সাধনার পীঠভূমি “বঙ্গীয় সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৫ সালে । সেখানে মুসলমানদের গুরুতু উপেক্ষিত হওয়ায় ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক. মওলানা আকরম খাঁ, কমরেড মুজাফ্ফর আহমেদ প্রমুখ । এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা । এই সমিতির অফিস ছিল কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে ।
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ
১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনটির মাধ্যমে "বুদ্ধির মুক্তি' আন্দোলনের সুত্রপাত হয়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হুসেনের সম্পাদনায় "শিখা' পত্রিকা প্রকাশিত হয় ।জ্ঞান যেখানে সীমাবদ্ধ,বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব । -শখা পত্রকার প্রতি সংখ্যায় এ কথা .টি লেখা থাকত।
সংগঠনটির প্রধান লেখক ছিলেন- আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, কাজী মোতাহের হোসেন প্রমুখ ।আবুল ফজল ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর ছন্দনাম 'শমসের উল আজাদ' । প্রসিদ্ধ সাহিত্যকর্ম নিম্নরুপ প্রবন্ধ
প্রবন্ধ
সাহিত্য সংস্কৃতি ও জীবন
সাহিত্য ও সংস্ক্রিতি সাধনা
গল্পগ্রন্থ
মাটির পৃথিবী
আত্নজীবনী
রেখাচিত্রঃ গ্রন্থটির জন্য আদমজি পুরস্কার পান
উপন্যাস
জীবন প্তহের যাত্রী
রাঙ্গা প্রভাত
উপন্যাস
চৌচির
প্রদীপ ও পতঙ্গ
কাজী আব্দুল ওদুদের বিখ্যাত গ্রন্থ নদীবক্ষে (উপন্যাস), শাশ্বত বঙ্গ ( প্রবন্ধ) । বিখ্যাত প্রবন্ধ 'সঞ্চয়ন'।