বাংলাদেশে কর্মরত ইস্ট ইভিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষান্দানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ও্যেলেস্লি কর্তৃক ১৮০০ খ্রিষ্ঠাব্দে ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় । বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এই কলেজ ১৮০১ খ্রিষ্ঠাব্দে বাংলা বিভাগ খোলা হলে প্রথম অধ্যক্ষ এবং বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন বাংলা অভিজ্ঞ উইলিয়াম কেরী । কলেজের অন্যান্য পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, মৃত্যুঞ্জ্য বিদ্যালঙ্কার,
গোলকনাথ শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায়, চন্ডীচরণ মুন্শি, তারিণীচরণ মিত্র |মৃত্যুঞ্জ্য বিদ্যালঙ্কার 'ফোর্ট উইলিয়াম যুগে" সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন ।
উইলিয়াম কেরী (১৭৬১-১৮৩৪খ্রি) ছিলেন একজন ইংরেজ মিশনারি । বাংলা গদ্যের বিকাশে এই বিদেশির অবদান সর্বাধিক । তার নিকজট বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে । তিনি ১৭ আগস্ট , ১৭৬১ সালে ইংল্যান্দে জম্নগ্রহন করেন । ১৮০১সালে ইংরেজি ভাষায় Agrammar of the Bengali Language নামক একটি বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রণ্যন করেন । খ্রিষ্টধর্ম প্রচারের জন্য কেরী সরবপ্রথম বাইবেলের বংগানুবাদ করেন । ১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কলকাতায় তিনি বোদিং স্কুল প্রতিষ্ঠা করেন
কথোপকথন
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ । বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদশর্ন এই গ্রন্থে বিধৃত।
ইতিহাসমালা
বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ ।
রামরাম বসু
রামরাম বসু (১৭৫৭-১৮১৩খ্রি) উইলিয়াম কেরী কে বাংলা ভাষা শেখান । এজন্য তিনি 'কেরীসাহেবের মুনশি' হিসাবে পরিচিতি পান। রামরাম বসুর প্রবন্ধগ্রন্থ নিম্নরূপ -
"রাজা প্রতাপাদিত্য চরিত্রঃ ১৮০১ সালে গ্রন্থটি বাংলা ভাষায় মুদ্রিত হয় । এটি বাংলী লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ। বাংলা গদ্যে প্রথম জীবনচরিত ।