প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (Palestine Liberation Organization) সংক্ষেপে পি.এল.ও (PLO) ১৯৬৪ খ্রিষ্টাব্দে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সাল থেকে পি.এল.ও জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করছে। পশ্চিম তীরের রামাল্লায় পি.এল.ও এর সদর দপ্তর অবস্থিত। ১৯৮০-৯০ সাল পর্যন্ত পূর্ব জেরুজালেমের অবস্থিত ওরিয়েন্ট ফ্রান্সের হাউস (Orient House) সংগঠনটির সদরদপ্তরহিসেবে ব্যবহৃত হতো।
ইয়াসির আরাফাত
১৯২৯ সালে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে PLO এর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। রামাল্লায় তাঁকে সমাহিত করা হয়।
ফিলিস্তিন রাষ্ট্র: ১৯৮৮ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। এ সময় ঘোষিত ফিলিস্তিন রাষ্ট্র পুরোপুরিভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। আলজেরিয়া স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয়।
প্যালেস্টাইনের গেরিলা সংগঠন
ব্ল্যাক সেপ্টেম্বর, হামাস, ফোর্স-১৭
অসলো চুক্তি: ১৯৯৩ সালের ২০ আগস্ট নরওয়ের রাজধানী অসলোতে গোপন বৈঠকের মাধ্যমে পি.এল.ও এবং ইসরায়েল একটি চুক্তির ব্যাপারে একমত হয়। ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটি অসলো চুক্তি (Oslo Accord) নামে পরিতি। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও PLO পরস্পরকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসনের রোডম্যাপ প্রণয়ন করা হয় কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে কোন স্বীকৃতি মেলেনি।
অন্তবর্তীকালীন চুক্তি: ১৯৯৫ সালে ইসরায়েল ও PLO এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তবর্তীকালীন চুক্তি (Interim Agreement on the West Bank and the Gaza Strip) চক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনি জনগণের স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়। প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি (PNA) এই অংশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এবং রামাল্লা প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহার করে।
উই রিভার চুক্তি (Wye River Memorandum)
স্থান
স্বাক্ষরকাল
পক্ষসমূহ
উই রিভার, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর ১৯৯৮
পিএলও এবং ইসরায়েল
ইন্তিফাদা (Intifada)
ইন্তিফাদা আরবি শব্দ। এর ইংরেজি অর্থ Uprising (জাগরণ) বা Resistance (প্রতিরোধ) বা Rebellion (অভ্যুত্থান)। ইসরায়েলী বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিভিন্ন সংগ্রাম ইন্তিফাদা নামে পরিচিত।