অপাদান কারক
সম্প্রদান কারক
কর্ম কারক
অধিকরণ কারক
প্রশ্নঃ 'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?
বর্ণনাঃ অপাদান কারক: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়। যেমন- গাছ থেকে পাতা পড়ে। সুক্তি থেকে মুক্তো মেলে। ইত্যাদি।
ক,খ, গ, ঘ
প,ফ, ব,ভ
ট,ঠ,ড,ঢ
ত,থ,দ,ধ
শ্বাসনালী
গলনালি
বাগযন্ত্র
স্বরযন্ত্র
প্রশ্নঃ ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
বর্ণনাঃ ধ্বনির উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাগযন্ত্র(speech organ/vocal organ) বা বাকপ্রত্যঙ্গ বলে। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাগযন্ত্র হিসেবে পরিচিত। এগুলোর প্রধান কাজ দুটি-(ক) শ্বাসকার্য পরিচালনা করা এবং (খ) খাদ্য গ্রহণ করা।
Collective
Material
Proper
Common
চুলাচুলি
সিংহাসন
চৌরাস্তা
বীণাপানি
প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন ?
বর্ণনাঃ ব্যতিহার বহুব্রীহি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি। এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
Sour
Delicious
Hot
Wet
Boy
Books
Library
Month
২৫
২০
২২
২৩
প্রশ্নঃ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট
বর্ণনাঃ
মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি। ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।
মনে রাখার পদ্ধতিঃ ৪৪২২৩২২৩২১ (অর্থাৎ ১-১০ পর্যন্ত ৪টি, ১১-২০ পর্যন্ত ৪টি, ২১-৩০ পর্যন্ত ২টি, ৩১-৪০ পর্যন্ত ২টি, ৪১-৫০ পর্যন্ত ৩টি, ৫১-৬০ পর্যন্ত ২টি, ৬১-৭০ পর্যন্ত ২টি, ৭১-৮০ পর্যন্ত ৩টি, ৮১-৯০ পর্যন্ত ২টি, ৯১-১০০ পর্যন্ত ১টি, )
Dysentry
Decentry
Dysentery
Disentery
প্রথম ১২ চরণ
প্রথম ৪ চরণ
প্রথম ১০ চরণ
প্রথম ১৯ চরণ
প্রশ্নঃ বাংলাদেশের কেনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
বর্ণনাঃ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা 'কবিতার প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গৃহীত হয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি। জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে দশ চরণ আর যন্ত্র সঙ্গীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হবে।
এরা লাল লিটমাসকে নীল করে
এরা নীল লিটমাসকে লাল করে
এরা নীল লিটমাসকে সাদা করে
এরা লাল লিটমাসকে হলুদ করে
One of my brother is a doctor .
One of my brother's are a doctor .
One of my brothers is a doctor.
One of my brother's is doctor.
বসন্তকাল
শরৎকাল
শীতকাল
হেমন্তকাল
প্রশ্নঃ কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল?
বর্ণনাঃ হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। ‘মরা’ কার্তিকের পর আসে সর্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র’ ও ‘হায়ণ’ এ দু’অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মওসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন।
কোলন
উদ্ধরণ চিহ্ন
হাইফেন
সেমিকোলন
প্রশ্নঃ বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে ?
বর্ণনাঃ উদ্ধরণ চিহ্ন (“ ”)-এর প্রয়োগ : কারও কোনো বক্তব্য অবিকল উদ্ধৃত করার জন্য উদ্ধরণ চিহ্ন প্রয়োজন হয়। যেমন- প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বললেন, “ভাই সব, আল্লাহর মেহেরবানিতে আপনাদের সব দুঃখ-দুর্দশা আমরা একত্রে সমাধান করব। ”
নবাব হাফিজুর রহমান
নবাব আব্দুল গুণি
নবাব আব্দুল লতিফ
নবাব কুতুব উদ্দিন
প্রশ্নঃ ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
বর্ণনাঃ আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল গণি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ-র নামানুসারে এর নামকরণ করেন। ১৮৫৯ খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়।
in
to
on
at
প্রশ্নঃ The ministers arrived --- a decision last night.
বর্ণনাঃ
We use the verb arrive with at or in to talk about 'coming to', 'getting to' or 'reaching' a place where a journey ends. If we see the destination as a point, we say arrive at. If we see it as a larger area, we say arrive in.
Arrive at- পৌঁছানো।
Mr. Jamal is not in the committee.
Mr. Jamal is not in committee.
Mr. Jamal is not at the committee.
Mr. Jamal is not on the committee.
বায়ু
বিদ্যুৎ
তেল
প্রাকৃতিক গ্যাস
প্রশ্নঃ উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদান করা হয়?
বর্ণনাঃ উইন্ডমিল বা বায়ুকল হলো চক্রাকার একধরনের যন্ত্র। এর সাহায্যে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে অতি সহজেই পাখাযুক্ত চাকা ঘুরিয়ে জেনারেটরের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা যায়। সাধারণত সেচকাজে উইন্ডমিল ব্যবহার করা হয়।
সাঁওতাল বিদ্রোহ
নীল বিদ্রোহ
সিপাহী বিদ্রোহ
ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
প্রশ্নঃ বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোরে নাম -
বর্ণনাঃ ১৭৬০ সালের ৩০ জুন, রংপুর অঞ্চল থেকে শুরু হয়েছিলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির মজনু শাহ্ ছিলেন এই বিদ্রোহের প্রাণপুরুষ ছিলেন। পরবর্তীতে নাটোরের জমিদার দেবী চৌধুরাণীর সেনাপতি সন্ন্যাসব্রতধারী ভবানী পাঠক এই বিদ্রোহে যুক্ত হয়ে হিন্দু বিদ্রোহীদের প্রেরণা ও নেতৃত্ব দিয়েছিলেন।
স্পেন
নেদারল্যান্ড
হাঙ্গেরি
পর্তুগাল
মরীচীকা
মরিচিকা
মরিচীকা
মরীচিকা
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
বর্ণনাঃ মরীচিকা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফল। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুণ অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলো যখন ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে বিভেদতলে আপতিত হয় তখন প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসে। আর এভাবেই ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
ঈয় প্রত্যয়
ইত প্রত্যয়
ই প্রত্যয়
ত প্রত্যয়
economic slow down
a disintegrating government
cultural dullness
controlled prices
প্রশ্নঃ The word ' Stagflation ' means -
বর্ণনাঃ In economics, stagflation, or recession-inflation, is a situation in which the inflation rate is high, the economic growth rate slows, and unemployment remains steadily high. It presents a dilemma for economic policy, since actions intended to lower inflation may exacerbate unemployment.
অহংকার
অর্থের কু প্রভাব
অসৎ সঙ্গ
খারাপ অভ্যাস
হার্ট
চোখ
কিডনি
ফুসফুস
প্রশ্নঃ 'কার্ডিওলজী' কোন রোগের সাথে সম্পৃক্ত?
বর্ণনাঃ Cardiology is a branch of medicine that deals with the disorders of the heart as well as some parts of the circulatory system. The field includes medical diagnosis and treatment of congenital heart defects, coronary artery disease, heart failure, valvular heart disease and electrophysiology.
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ