Breadth
Broadness
Broader
Broadship
Proper
Common
Collective
Abstract
প্রশ্নঃ The jury found the prisoner guilty.--এখানে ' jury' শব্দটি কোন প্রকারের Noun?
বর্ণনাঃ
'Jury' শব্দটির অর্থ হলো- বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড। এখানে সমষ্টিগত ভাবে বিজ্ঞ ব্যক্তিদের বোঝাচ্ছে এ কারণে এটি একটি collective noun। সুতরাং তৃতীয় optionটি সঠিক। বাকিগুলোর সঠিক নয়।
Noun
Pronoun
Adverb
Adjective
Noun
Pronoun
Adjective
Adverb
প্রশ্নঃ Sit down and rest a while.--- এখানে ' while' শব্দটি--
বর্ণনাঃ
'While' মূলত conjunction হিসাব ব্যবহৃত হয়। কিন্তু এখানে rest verb এর abject হিসাবে ব্যবহৃত হওয়ায় তা একটি noun এ পরিণত হয়েছে। এই while এর পূর্বে article 'a' ব্যবহৃত হয়েছে। এটি লক্ষ্য করলেও বোঝা যায় যে, 'while' শব্দটি এখানে noun হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এক্ষেত্রে প্রথম option টি সঠিক।
Professional
Profesional
Proffesional
Proffessional
Cieling
Cealing
Ceilling
Ceiling
Dysentary
Dysentery
Disentary
Disentery
Constelation
Constelletion
Constellation
Consteletion
Tea will be being taken by us.
Tea shall have been taken by us.
Tea should be being taken by us.
Tea should be taken by us.
প্রশ্নঃ 'We shall be taking tea'--- বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে----
বর্ণনাঃ
We shall be taking tea.-এটিকে pacifist করতে হলে নিচের নিয়মটি follow করতে হবে- active voice এর object এর subjective form+ tense, number ও person অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle + by + active voice এর subject. এ ক্ষেত্রে দেখা যায় সঠিক passive voice টি হবে। Tea will be being taken by us.
Addressing the children, their mother said to them to run away.
Addressing the children, their mother urged them to run away.
Addressing the children, their mother told them to run away.
Addressing the children, their mother asked them to run away.
He said he did not believe me.
He said he does not believe me.
He says he did not believe me.
He says he does not believe me.
প্রশ্নঃ He said to me, 'I don't believe you.' বাক্যটির Indirect speech হবে----
বর্ণনাঃ
এই assertive sentence এর direct speech টি indirect speech নিম্নরূপে হবে- reporting verb এর subject+sey/told+that+reported speech টিকে, tense number or person অনুযায়ী change পূর্বক assertive করতে হবে এক্ষেত্রে indirect form টি হবে। He said that he did not believe me.
Grammar is better servant than a master
Grammar is the better servant than a master
Grammar is a better servant than a master
A grammar is a better servant than a master
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
বর্ণনাঃ
প্রথম Option টিতে then এরপরের noun এর পূর্বে article 'a' ব্যবহার করা হলে grammar শব্দটির পূর্বে কোন article ব্যবহার করা হয়নি। তাই এই option ভুল। দ্বিতীয় option টিতে better এর পূর্বে the ব্যবহার করায় ও grammar শব্দের পূর্বে articl ব্যবহার না করায় option টি ভুল। তৃতীয় option টিতে better এর পূর্বে article 'a' ব্যবহার করায় option টি ভুল। চতুর্থ option টিতে এ ধরনের কোন ভুল পরিলক্ষিত না হওয়ায় এই option টি সঠিক.
I do not take fruits
I have no appetite in food
He gave me some good advices
Neither of us was present
with
to
of
for
at
against
with
for
on
in
of
by
Vague
Definite
Abate
Constructive
প্রশ্নঃ 'Precise'--এর সমার্থক শব্দ কোনটি?
বর্ণনাঃ
Precise শব্দটির অর্থ হলো- ঠিক/ নির্দিষ্ট। Vague- অনিদৃষ্ট। Definite- নির্দিষ্ট। Abate- কমানো। Constructive- গঠনমূলক। সুতরাং দেখা যায় যে প্রদত্ত precise শব্দটির অর্থ দ্বিতীয় option এর শব্দ definite এর অর্থের সাথে মিলে যায়। সুতরাং এই option টি সঠিক বাকিগুলো ভুল।
Small
Proud
Enormous
Boastful
প্রশ্নঃ 'Immense'--এর সমার্থক শব্দ কোনটি?
বর্ণনাঃ
Immense শব্দের অর্থ- বড়, বিশাল, বিরাট। এক্ষেত্রে option গুলোর অর্থ small-ছোট ক্ষুদ্র। Proud- গর্বিত। Enormous- বেশি, বিরাট। Boastful- গর্বিত। সুতরাং দেখা যায় যে তৃতীয় option টির অর্থের সাথে Immense এর অর্থের মিল থাকায় এই অপশনটি সঠিক।
To be rich
To be fully occupied
To lead an easy life
To be in lot of troubles
প্রশ্নঃ "To have full hands"--- phrase --টির অর্থ কি?
বর্ণনাঃ
To have full hands- এর অর্থ হলো- "কোন কিছুতে সম্পূর্ণ কৃতিত্ব থাকা বা হস্তগত থাকা"। এই অর্থের সাথে দ্বিতীয় option এর 'To be fully occupied' এই phrase এর অর্থ মিলে যাওয়ায় এই option টি সঠিক, বাকিগুলো ভুল।
An inexperienced man
A trainee
A soft hearted man
An envious lady
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীনচন্দ্র সেন
গোলাম মোস্তফা
সুফী মোতাহার হোসেন
প্রশ্নঃ "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
বর্ণনাঃ
উদ্ধৃতাংশ টি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতার প্রথম দুটি লাইন। কবিতাটি 'সোনার তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির মূল বক্তব্য হলো ক্ষুরধার বর্ষায় সোনার ধান কেটে নানা আশংকা নিয়ে একলা অপেক্ষামান কৃষক অন্য এক মাঝি দেখে আনন্দিত হয়।
কাজী নজরুল ইসলাম
বেগম সুফিয়া কামাল
গোলাম মোস্তফা
শামসুর রাহমান
প্রশ্নঃ "হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
বর্ণনাঃ
উদ্ধৃতাংশ টি বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামালের অক্ষরবৃত্ত ছন্দে রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রথম দুটি লাইন। কবিতায় কোভিদ প্রধান সহায়ক ও সাহিত্য সাধনায় উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে বিষাদময় রিক্ততা তুলে ধরা হয়েছে। যেখানে প্রকৃতিতে বসন্ত এলে ও গভীর বেদনার কারণে তার মনে বসন্ত স্পর্শ করতে পারেনি।
আবুল মনসুর আহমদ
আবুল ফজল
শহীদুল্লা কায়সার
সৈয়দ ওয়ালিউল্লাহ
প্রশ্নঃ 'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
বর্ণনাঃ
আধুনিক বাংলা সাহিত্যের রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস লালসালু। মাত্র ৪৯ বছরের জীবনে তিনটি উপন্যাস লিখে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা লাভ করেন। বাঙালি মুসলিম সমাজের ধর্মান্ধতা, ধর্মের নামে স্বার্থ হাসিল ও আচার সর্বোচ্চ সমাজব্যবস্থাকে তিনি লালসালু উপন্যাসে উপস্থাপন করেছেন। কেন্দ্রীয় চরিত্র মজিদকে কেন্দ্র করে উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
হাসান হাফিজুর রহমান
সত্যেন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
বর্ণনাঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন সঞ্চয়িতা। এ কাব্যগ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এর কবিতাগুলো কালানুক্রমে সজ্জিত। প্রথমে সন্ধ্যাসংগীত কাব্যগ্রন্থ থেকে পড়ে শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি রবীন্দ্রনাথের অত্যাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শাহাদৎ হোসেন
ইব্রাহিম খাঁ
প্রশ্নঃ 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?
বর্ণনাঃ
বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার সাহিত্য জীবনে অনেক নাটক রচনা করেন। শ্রেণি বিভাগ এর দিক দিয়ে 'সাজাহান' নাটকটি ঐতিহাসিক নাটক। এ নাটকটি মুঘল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত। নাটক টি ১৯১৯ সালে প্রকাশিত হয়।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ