Poority
Poverty
Poorify
Poorness
প্রশ্নঃ Noun of the word 'poor' is ----
বর্ণনাঃ
Noun of the word 'poor' is ---- Poverty.
Poor একটি adjective যার অর্থ হলো দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত।
এর noun হলো Poverty শব্দটির অর্থ : দারিদ্র্য, অভাব, অনটন, ক্ষুদ্রতা, দারিদ্র্য, আকিঁচন, ঘাটতি, অসচ্ছলতা, নিকৃতি, দারিদ্রতা, কার্পণ্য, দরিদ্রতা, ত্রুটি, দরিদ্রাবস্থা, গরিবানা, মন্দতা, ক্রুটি।
Anew
Newness
Newly
Renew
প্রশ্নঃ Verb of the word 'new' is ----
বর্ণনাঃ
Verb of the word 'new' is ---- Renew.
new শব্দটি adjective যার অর্থ। : নতুন, অভূতপূর্ব, সাম্প্রতিক, আধুনিক, নব, তাজা, টাটকা, নূতন, নবীন, নয়া, অভিনব, অভ্যগ্র, নতুন, নব্য, নয়া, নুতন, প্রথম, ভিন্ন
Renew শব্দটি verb এর অর্থ : পুনরারম্ভ করা, নূতন হত্তয়া, পুনরারম্ভ করা, পুনর্জন্ম প্রদান করা, পুনর্জীবন দান করা, নতুন জীবন দেওয়া, নতুনের মতো করা, জীবন ফিরিয়ে দেওয়া, নতুন করা, পুনরায় নূতন করা, নবজীবন পাত্তয়া, পুনরারম্ভ হত্তয়া, নবজীবন দেত্তয়া, পুনরধিকার করা।
Achievment
Acheivment
Achievement
Acheivement
Commission
Comision
Comission
Commision
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
বর্ণনাঃ
Commission বানানটি শুদ্ধ।
Commission শব্দটির অর্থ : কমিশন, করণীয় কাজ, দালালি, বিনিয়োগ করা, বিনিয়োগ, বরাত দেত্তয়া, নিয়োগ করা, বরাত, কমিশন, দস্তুরি, অনুজ্ঞা, পরত্তয়ানা, অর্পিত কর্মভার, আযোগ, কার্যের ভার দেত্তয়া, কর্মভার অর্পণ।
The thief was being beaten by him.
The thief is being beat by him.
The thief is beaten by him.
The thief is being beaten by him.
প্রশ্নঃ He is beating the thief -এর পরিবর্তিত voice form হচ্ছে ----
বর্ণনাঃ
He is beating the thief -এর পরিবর্তিত voice form হচ্ছে -- The thief is being beaten by him.
এখানে passive voice করতে হলে :
objective (the thief)টি subject হিসেবে বসবে Tense অনুসারে auxiliary verb ব্যবহার করতে হবে। এখানে had been ব্যবহার করতে হবে। মূল verb (beat) এর past participle (beaten) বসবে এবং by ব্যবহার করতে হবে। সবশেষে I এর objective form me বসবে।
By whom was the door be opened?
By whom was the door opened?
By whom is he door opened?
By whom has the door opened?
প্রশ্নঃ Who opened the door?- এর পরিবর্তিত voice হচ্ছে ----
বর্ণনাঃ
Who opened the door?- এর পরিবর্তিত voice হচ্ছে ---- By whom was the door opened?
Who যুক্ত active voice কে passive voice করার জন্য by whom ব্যবহার করতে হবে। Sentence টি past indefinite tense এ হাওয়ায় verb to be হিসেবে were বসবে।
My father told me that they would be going there the next day.
My father said to me that they are going there the next day.
My father told me that they were going there the next day.
My father told me that they are going there the next day.
প্রশ্নঃ My father said to me, "We are going there tomorrow." বাক্যের Indirect speech হচ্ছে ---
বর্ণনাঃ
My father said to me, "We are going there tomorrow." বাক্যের Indirect speech হচ্ছে --- My father told me that they were going there the next day.
Assertive sentence এর direct speech কে indirect speech করতে হলে :
structure : subject + told + inverted comma এর পরিবর্তে that + reported speech এর subject + verb + বাকি অংশ।
He said that it was a great pity.
He exclaimed that it is a great pity.
He exclaimed that it was a great pity.
He said that it is a great pity.
প্রশ্নঃ He said, "What a pity!" বাক্যের Indirect speech হচ্ছে ---
বর্ণনাঃ
He said, "What a pity!" বাক্যের Indirect speech হচ্ছে --- He exclaimed that it was a great pity.
Interrogative WH sentence এর ক্ষেত্রে reporting verb এর subject + said/told + object + WH word (what) + reported speech এর subject + verb + বাকি অংশ। উল্লেখ্য, present tense - past tense এ রূপান্তরিত হবে অর্থাৎ (want পরিবর্তিত হয় wanted)।
on
to
against
at
প্রশ্নঃ "The disgruntled man grumbled ----his fate." বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
বর্ণনাঃ
"The disgruntled man grumbled ----his fate." বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -- 'at'.
এটি একটি preposition সমস্যা। Grumble at/about যার অর্থ হলো অসন্তোষ প্রকাশ করা। তাই সঠিক উত্তর (ঘ)।
from
to
of
into
প্রশ্নঃ "You are not amenable -----reason." বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
বর্ণনাঃ
"You are not amenable -----reason." বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে --- 'to'.
অবশ্য করণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন বা কোন কাজের জন্য দায়ী বোঝাতে Amenable এর পরে to reason বসে।
Properly
Heavy things
Leaving nothing behind
Costly things
Personal gains
Beautiful bread
Tasty fishes
None
I suffered from fever for a week.
She found the boy crying.
Let you and he be the witness.
Rahim play everyday.
Matin is good than his brother.
Why you have done this?
He was too clever to miss the point.
Your conduct admits at no excuses.
Perform
Create
Cancel
Generate
প্রশ্নঃ 'Abolish' শব্দের Synonym হচ্ছে --
বর্ণনাঃ
'Abolish' শব্দের Synonym হচ্ছে -- Cancel.
Abolish শব্দটির অর্থ : উঠান, বাতিল করা, উঠান, রহিত করা, রদ করা, সম্পূর্ণ শেষ করা, উলটান, বিলোপ করা, লোপ করা, উচ্ছেদ করা।
Cancel শব্দটির অর্থ : বাতিল, লোপ করা, বিলুপ্ত করা, বাতিলকরণ, বাতিল করা, রদ, কাটিয়া ফেলা, নষ্ট করা, কাটিয়া দেত্তয়া, রদ করা।
মাইকেল মধুসূদন দত্ত
কৃষ্ণচন্দ্র মজুমদার
গোবিন্দচন্দ্র দাস
কায়কোবাদ
প্রশ্নঃ 'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
বর্ণনাঃ
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কায়কোবাদ।
কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য, শিব-মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩)।
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
কাজী ইমদাদুল হক
প্রশ্নঃ 'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে?
বর্ণনাঃ
'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী ছিলো প্রথম সার্থক বাংলা উপন্যাস যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অমৃতলাল বসু
আকবর উদ্দীন
প্রশ্নঃ 'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে?
বর্ণনাঃ
'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
[ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
গনণা
গণনা
গণণা
গণনা
গৃহিনী
গৃহিনি
গৃহীণী
গৃহিণী
কর্ম শূন্য
অধিকরণে ২য়া
অপাদানে ২য়া
অপাদানে ৩য়া
সম্প্রদানে ৬ষ্ঠী
কর্মে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৬ষ্ঠী
প্রশ্নঃ "তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
"তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি --- বাক্যে উদ্ধৃত শব্দটিতে তোমার এ "র" থাকায় সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি।
সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। এখানে লক্ষণীয় যে, বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।
যেমন : দরিদ্রকে দান করো। ভিখারিকে ভিক্ষা দাও। দরিদ্রকে ধন দাও।
প্রাদি সমাস
নিত্য সমাস
দ্বন্দ্ব সমাস
অলুক সমাস
প্রশ্নঃ কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
বর্ণনাঃ
নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না।
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে।
তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
অলুক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
উপপদ
প্রশ্নঃ কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
বর্ণনাঃ
অলুক সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না।
যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে।
যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, গায়ে পড়া, গায়ে হলুদ, হাতেখড়ি, মুখে-ভাত, কানে-কলম ইত্যাদি।
কুন্তল
চুল
ললাট
অলক
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ