করণ কারক
অপাদান কারক
সম্প্রাদান কারক
অধিকরণ কারক
শরৎপন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
মীর মশাররফ হোসেন
আবদুল মান্নান সৈয়দ
আবু জাফর ওবায়দুল্লাহ
বেলাল চৌধুরী
নির্মলেন্দু গুণ
নিত্য সমাস
অলুক সমাস
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
প্রশ্নঃ যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে ----
বর্ণনাঃ প্রকৃতপক্ষে অলুক সমাস আলাদা কোন সমাস নয়, যে সমস্ত সমাসে পূর্বপদ লোপ পায়না তাদের অলোপ সমাস বলে । সাধারণতঃ দ্বন্দ্ব , তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে অলুক সমাস দেখা যায় । যেমন – অলুক দ্বন্দ্ব – মায়ে-ঝিয়ে, হাটে-বাজারে
সংশ্লেষণ
বিশ্লেষণ
সংক্ষেপণ
সংযোজন
স্বর্ণ কুমারী দেবী
জরাসন্ধ
হুমায়ূন আহমেদ
আলাউদ্দীন আল আজাদ
প্রশ্নঃ 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কার রচনা?
বর্ণনাঃ তেইশ নম্বর তৈলচিত্র' আলাউদ্দিন আল আজাদ রচিত প্রথম উপন্যাস(১৯৬০)। একে তাঁর শ্রেষ্ঠ উপন্যাস হিসেবেও বিবেচনা করা হয়। এর বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত।
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
নিমীলিত
নির্মীলিত
নির্মিলিত
নীর্মিলিত
গৃহিনী
গৃহিণি
গৃহীনী
গৃহিণী
অদ্রি
হিমকর
নিশাকর
চাঁদ
কৃষ
শুভ্র
পুতি
সুশীল
বাকপটু
বাগ্মী
সুবক্তা
অনলবর্ষী
সুসংবাদ
আবেগের বহিঃপ্রকাশ
উৎফুল্ল হওয়া
সৌভাগের বিষয়
তপঃ + বন
তপ + বন
তপোঃ + বন
তপো + বন
বন্ধুদের সমাগম
আত্মীয় সমাগম
প্রিয়জন সমাগম
গণ্যমান্যদের সমাগম
২৫ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৪ জোড়া
৫০৬
৪০৬
৩০৬
২০৬
ওজোন স্তর ধ্বংস করে
বায়ুর তাপ বৃদ্ধি করে
এসিড বৃষ্টিপাত ঘটায়
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে
প্রশ্নঃ সিএফসি কি ক্ষতি করে?
বর্ণনাঃ ১৯৭৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফ্রাংক সেরউড রোল্যান্ড ও তাঁর সহযোগী ড. মারিও জে. মলিনা ক্লোরোফ্লোরোকার্বনের (সি এফ সি)মতো দীর্ঘস্থায়ী হ্যালোকার্বন যৌগকে ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী করেন। তাঁদের এই মতবাদ রোল্যান্ড-মলিনাতত্ত্ব নামে পরিচিত।
ইলেকট্রন
অণু
পরমাণু
প্রোটন
প্রশ্নঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় ---
বর্ণনাঃ পরমানু ( Atom ): মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনাকে পরমানু বলে । এর স্বাধীন সত্বা নেই এবং সচরাচর রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে। দুই বা ততোধিক পরমানুর সমন্বয়ে অনু (molecule) গঠিত হয় ।
সাদা
কালো
লাল
ধূসর
নতুন ধরনের মাইক্রোফোন
অপটিক্যাল ফাইবারে বার্তা প্রেরণ
বোতাম টিপে ডায়াল করা
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
পাইনাস
কেয়া
সুন্দরী
বট
প্রশ্নঃ কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?
বর্ণনাঃ সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী এলাকার (সুন্দর বন) কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায়। মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন হওয়ায় ওই মাটিতে অক্সিজেন সরবরাহ খুব কম । এছাড়াও এসব এলাকা বেশির ভাগ সময়েই জলপ্লাবিত থাকে । মাটিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ দ্রবীভুত অবস্থায় থাকে, তাই উদ্ভিদের কিছু শাখা-মূল অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে উঠে আসে । এইসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস ছিদ্র বা ‘নিউম্যাটোফোর’ থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলগুলি বায়ুমন্ডল থেকে অক্সিজেন শোষণ করে । এই রকম মূলকে শ্বাসমূল বলে ।
ব্যাঙের ছাতা
ইউগ্লিনা
ক্রাইসামিবা
কোনোটিই নয়
স্মৃতি
বুদ্ধি বিবেচনা
নির্ভুল কাজ করার ক্ষমতা
দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা
ইন্টারনেট লাইনের সংযোগ হয়
টেলিভিশন লাইনের সংযোগ হয়
রেডিও লাইনের সংযোগ হয়
টেলিফোন লাইনের সংযোগ হয়
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ