পূজার উপকরণ
পূজার বাদ্য
পূজার মন্ডুপ
পূজার আধার
কাব্যগ্রন্থ
ভাসমান হাসপাতাল
সিনেমা
সংগঠন
প্রশ্নঃ ”জীবনতরী” কি?
বর্ণনাঃ
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘জীবন খেয়া’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
মন্দ্র
মর্মন্তুদ
মধুপ
মন্ত্র
শব্দতত্ত্বে
বাক্যতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে
প্রশ্নঃ ”বাগধারা” কোথায় আলোচিত হয়?
বর্ণনাঃ
”বাগধারা” বাক্যতত্ত্বে আলোচিত হয়।
ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা- ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বাগধারা, বিরাম বা যতি চিহ্ন, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি। রুপ তত্ত্বের প্রধান আলোচ্য বিষয় সমাস, কারক, ধাতু, লিঙ্গ, বচন, উপসর্গ, অনুসর্গ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান, ধ্বনির স্বরূপ বিশ্লেষণ।
ফররুখ আহমদ
জীবনানন্দ দাশ
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
প্রশ্নঃ ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
বর্ণনাঃ
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা।
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
শব্দের মূল
শব্দ ও ধাতুর মূল
ধাতুর মূল
প্রত্যয়যুক্ত শব্দ
বেগম সুফিয়া কামাল
শামসুর রাহমান
আল মাহমুদ
আবুল হাসান
মন্ত্রিপরিসদ
মন্ত্রীপরিষদ
মন্ত্রিপরিষদ
মন্ত্রিপরিশদ
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
প্রশ্নঃ গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
দ্বি + লোক
দ্বিঃ + লোক
দুঃ + লোক
দিব্ + লোক
প্রশ্নঃ ”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
বর্ণনাঃ
”দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব্ + লোক।
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি 'দ্যুলোক' এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হল : দিব্ + লোক। আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল : এক্+দশ= একাদশ, ষট্+দশ= ষোড়শ, মনস্+ঈশা= মনীষা, বৃহৎ+পতি= বৃহস্পতি, গো+পদ = গোষ্পদ, দিব্+লোক= দ্যুলোক, বন্+পতি= বনস্পতি, পর্+পর= পরস্পর, আ+চর্য= আশ্চর্য, তৎ+কর = তস্কর
সৎসঙ্গে স্বর্গবাস
সঙ্গ দেখে লোক চেনা যায়
মানিকে মানিক চেনে
সঙ্গদোষে নষ্ট
জলধি
অর্ণব
অর্ক
রাতুল
প্রশ্নঃ ”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
বর্ণনাঃ
”আফতাব” শব্দের সমার্থ হচ্ছে অর্ক।
'আফতাব' শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো : সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, সবিতা, আদিত্য, মিহির, ভানু প্রভৃতি। অন্যদিকে জলদি ও অর্ণব শব্দের সমার্থক শব্দ- সাগর এবং রাতুল শব্দের অর্থ হলো- রক্তবর্ণ বা লাল।
পীত
কয়রা
ধূসর
আরক্ত
নতুন শব্দ গঠন
ভাবের পার্থক্য নিরূপণ
অর্থ পরিবর্তন
বর্ণ সংস্করণ
আব্দুল হাকিম
অতুল প্রসাদ সেন
রামনিধি গুপ্ত
শেখ ফজলুল করিম
প্রশ্নঃ ”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা কে?
বর্ণনাঃ
”নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত।
অন্যদিকে আব্দুল হাকিম অতুলপ্রসাদ সেন ও শেখ ফজলুল করিমের বিখ্যাত উক্তি হল যথাক্রমে "দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়", "মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা", ও "সুন্দর হে দাও দাও সুন্দর জীবন / হোক দূর অকল্যাণ সকল অশোভন"।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
কালীপ্রসন্ন সিংহ
রাজা রামমোহন রায়
প্রশ্নঃ বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
বর্ণনাঃ
বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এ গ্রন্থে তিনি জ্যোতিবা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন।
করণীয়
রাক্ষস
গন্ধদ্রব্যবিশেষ
রাসায়নিক পদার্থ
অনভিজ্ঞ ব্যক্তি
দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
বিশেষজাতের কাক
ভূষন্তী নামক স্থানের কাক
প্রশ্নঃ ”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ---
বর্ণনাঃ
”ভূষন্তীর কাক” বাগধারাটির অর্থ---দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে।
আরো কিছু বাগধারা হলো : অল্পবিদ্যা ভয়ঙ্করী- সামান্য বিদ্যার অহঙ্কার, ইঁদুর কপালে- নিতান্ত মন্দ ভাগ্য।
উন্মনা
দখিনা হাওয়া
মিনতি
ফাল্গুন
যৌগিক
মিশ্র
সরল
জটিল
প্রশ্নঃ তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
বর্ণনাঃ
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি একটি যৌগিক বাক্য।
যৌগিক বাক্যঃ পরস্পর নিরপেক্ষ দুই বা দুয়ের অধিক বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন- সে দরিদ্র, কিন্তু সুখী।
৪৪
৪৫
৪২
৪৩
১৯০৫
১৯০৪
১৯২৪
১৯১৪
জেনেটিক্স
জুওলজি
বায়োলজি
ইভোলিউশন
প্রশ্নঃ প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে
বর্ণনাঃ
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স।
জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক, গুণাবলীর, উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স বলে। ইভোলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
পৃথিবী
মঙ্গল
বুধ
শুক্র
প্রশ্নঃ কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
বর্ণনাঃ
শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক।
পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন-ডাই-অক্সাইডের তৈরি করে। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। পৃথিবী সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ