সর্বনাম
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
প্রশ্নঃ ”না” কোন জাতীয় শব্দ?
বর্ণনাঃ
'না' অব্যয় জাতীয় শব্দ।
যে পথ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বর্ধনা ঘটায় তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যেমন : বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় জাতীয় শব্দ হলো: না, আর, আবার, ও, হা ইত্যাদি।
সাঁঝ
সন্ধ্যা
সন্দা
সান্ধ্য
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ
সুকুমার সেন
প্রশ্নঃ ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?
বর্ণনাঃ
”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচনা করেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (জন্ম : ২৬শে নভেম্বর, ১৮৯০— মৃত্যু : ২৯শে মে, ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
অধ্যাপক তারাপুরওয়ালা'র কাছে আবেস্তা অধ্যয়ন করেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন।
অন্যান্য রচনাবলি হলো: বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত-সংস্কৃতি(১৯৪৪), বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা(১৯২৯), পশ্চিমের যাত্রী(১৯৩৮), ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য(১৯৩৮), ভারতের ভাষা ও ভাষা সমস্যা(১৯৪৪), সংস্কৃতি কী, দ্বীপময় ভারত(১৯৬৫), রবীন্দ্র সঙ্গমে(১৯৬৫), শ্যামদেশ(১৯৬৫) ইত্যাদি।
তৎসম
অর্ধ-তৎসম
তদ্ভব
দেশী
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটি হলো--
বর্ণনাঃ
ব্যাকরণ শব্দটি হলো-- তৎসম।
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন : ব্যাকরণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, ধর্ম, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ ইত্যাদি।
ভুজঙ্গ
মার্তন্ডু
হুতাশন
মাতঙ্গ
অবিশ্বাসী
বিশ্বাসপ্রবণ
বিশ্বাসী
বিশ্বাসহীন
কর্তায় শূন্য
কর্মে শূন্য
পাদানে শূন্য
অধিকরণে মূন্য
প্রশ্নঃ ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে।
ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্ম কারক।
যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দুঃচিন্তা
প্রকৃতি
ধাতু
বিভক্তি
কারক
সমক্ষ
পরোক্ষ
প্রত্যেক্ষ
নিরপেক্ষ
প্রশ্নঃ ”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো--
বর্ণনাঃ
”অক্ষির সমীপে”র সংক্ষেপ হলো-- সমক্ষ।
এক কথায় প্রকাশ: অক্ষির সমীপে = সমক্ষ, অক্ষির অগোচরে = পরোক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ। অন্যদিকে 'নিরপেক্ষ' শব্দের অর্থ হলো: পক্ষপাত শূন্য; কোন পক্ষই গ্রহণ না করা (নিরপেক্ষ বিচার)।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
বর্ণনাঃ
”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
তার আরো কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল: বিবিধ প্রসঙ্গ (প্রথম প্রকাশিত), সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, শব্দতত্ত্ব, বিশ্বপরিচয়, শিক্ষা, সাহিত্য, সাহিত্যের স্বরূপ ইত্যাদি।
সুধাংশু
শশাঙ্ক
বিধু
আদিত্য
বিসর্জন
চিত্রাঙ্গদা
রক্তকরবী
রাজা ও রাণী
প্রশ্নঃ ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
বর্ণনাঃ
”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা।
অমিত্রাক্ষর ছন্দে রচিত বিসর্জন নাটকটি তার মঞ্চসফল এবং জনপ্রিয় নাটক গুলির মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ স্বয়ং এ নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন। এ নাটকের প্রধান চরিত্র হলো অর্পনা, রঘুপতি, জয়সিংহ, গুণবতী, গোবিন্দমাণিক্য।
মরূদ্যান
কটূক্তি
পরিপক্ক
অঞ্জলি
তিতীক্ষা
তীতিক্ষা
তিতিক্ষা
তীতীক্ষা
মিশ্র
জটিল
যৌগিক
সরল
প্রশ্নঃ ”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
বর্ণনাঃ
হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি একটি সরল বাক্য।
যে সুবিন্যাস্ত পদের সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার। যথা : সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে সরল বাক্য বলে। যেমন : হযরত মুহাম্মদ সঃ ছিলেন একজন আদর্শ মানব।
অজ
অতি
ফি
খাস
প্রশ্নঃ কোনটি খাটি বাংলা উপসর্গ?
বর্ণনাঃ
অজ খাটি বাংলা উপসর্গ।
বাংলা উপসর্গ : বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট ২১ টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। বাংলা উপসর্গগুলো হলো-
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
রান + না
রাঁদ + না
রান্ন + আ
রাঁধ্ + না
প্রশ্নঃ ”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বর্ণনাঃ
”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ রাঁধ্ + না।
স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। যেমন : রাঁধ্ + না = রান্না।
ঝম-ঝম
ভাল-ভাল
রাশি-রাশি
ঘন-ঘন
প্রশ্নঃ কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
বর্ণনাঃ
ঝম-ঝম ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ।
কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধনাত্মক শব্দ বলে। এজাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধনাত্মক দ্বিরুক্তি এর কয়েকটি উদাহরণ হল: ঝম ঝম, হু হু, কুহু কুহু, মর মর ইত্যাদি।
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
প্রশ্নঃ নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
বর্ণনাঃ
নীল যে আকাশ = নীলাকাশ কর্মধারয় সমাস।
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট= শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।
Criteria
Data
Agenda
Index
Censer
Censar
Censor
Censur
প্রশ্নঃ The ---- board has deleted a number of scenes?
বর্ণনাঃ
The ---- board has deleted a number of scenes. প্রশ্নোক্ত বাক্যের অর্থানুসারে Censor শব্দটিই appropriate.
Option গুলোর মধ্যে censer- ধুপাদার; censar- কোন শব্দ নয়; censor- বিচারক, পরীক্ষক এবং censur- এর কোনো ব্যবহার নেই।
to walk
for a walk
for walking
walk
I forbade him from going
I forbade him to go
I forbade him going
I forbade him not to go
প্রশ্নঃ Which of the following sentences is correct sentence?
বর্ণনাঃ
The correct sentence is- I forbade him from going.
Forbid শব্দের ব্যবহার হচ্ছে- forbid- sb form doing sth/sb doing sth/sb to do sth. এ নিয়মানুসারে option গুলোর প্রথম তিনটি সঠিক। তবে, most appropriate হিসেবে I forbade him from going- ই সঠিক।
Foreign
Native
Local
Remote
প্রশ্নঃ The word "Indigenous" is meaning of ---
বর্ণনাঃ
The word "Indigenous" is meaning of --- Native.
Indigenous শব্দটির অর্থ: দেশীয়, দেশীয়, দেশী, স্বদেশজাত, দেশজ, দেশজাত, দিশি, সহজাত।
Native শব্দটির অর্থ : স্থানীয়, অসভ্য লোক, ছলাকলাশূন্য, প্রকৃতিগত, জন্মগত, অধিবাসী, অসভ্য জাতির লোক, স্থানীয়, প্রকৃতিজ, প্রকৃতিজাত, বাসিন্দা, দৈশিক, দেশজ, সহজাত, স্বাভাবিক, বিদ্যমান, সাদাসিধা, কোনো দেশের বা স্থানের লোক, স্থানীয় অধিবাসী।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ