বর্ণ
শব্দ
অক্ষর
ধ্বনি
সে কাজ নিয়েছিল
তাকে তিরস্কার করা হয়েছিল
তাকে কাজ দেয়া হয়েছিল
তাকে কাজের জন্য বলা হয়েছিল
ক্ষুধা + আর্ত
ক্ষুৎ + ঋর্ত
ক্ষুধ +আর্ত
ক্ষুধা + ঋত
প্রশ্নঃ কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
বর্ণনাঃ
“ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ ক্ষুধা + ঋত।
অ/আ এরপরে ঋ কার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
দেব+ঋষি = দেবর্ষি,
অধম +ঋণ = অধমর্ণ,
উত্তম+ঋণ = উত্তমর্ণ,
মহা+ঋষি = মহর্ষি,
রাজা+ঋষি = রাজর্ষি।
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
বাংলাদেশ ও আমি
আমার জীবনী
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম--
বর্ণনাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম--অসমাপ্ত আত্মজীবনী।
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
স্বায়ত্তশাসন
শ্রদ্ধাঞ্জলি
অভ্যন্তরীণ
মুহর্মুহূ
চাঁদ
খরগোস
সমুদ্র
সূর্য
প্রশ্নঃ ”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?
বর্ণনাঃ
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ চাঁদ।
এর আরো কিছু প্রতিশব্দ: চন্দ্রা, চন্দ্র, শশধর, শশাংক, শশী, চন্দ্রিমা, ইন্দু, নিশাকর, নিশাপতি, নিশানাথ, নিশাকান্ত, কলানিধি, হিমকর, সুধাকর, সোম, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, বিধু, তারাপতিক, কলানিধি
রশীদ করিম
শওকত ওসমান
জহির রায়হান
শহীদুল্লা কায়সার
আরবি
বাংলা
পর্তুগিজ
ফারসি
প্রশ্নঃ ”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
বর্ণনাঃ
”আদালত” শব্দটি আরবি ভাষার শব্দ ।
আরবি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে । কিছু আরবি শব্দ হলাে আল্লাহ , ওযু , হজ , যাকাত , হালাল , হারাম , দোয়াত , নগদ , বাকি , মহকুমা , মােক্তার , তারিখ , খবর , খাজনা , জনাব , দলিল , নবাব , মসজিদ , লেবু , মন ইত্যাদি ।
কর্তায় শূন্য
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
করণে ১মা
প্রশ্নঃ বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন- বজ্রে তোমার বাজে বাঁশী।
জাহান্নাম হইতে বিদায়
জননী
কর্ণফুলী
সূর্য দীঘল বাড়ি
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
বর্ণনাঃ
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শওকত ওসমান রচিত জাহান্নাম হইতে বিদায়।
শওকত ওসমান (১৯১৭-৯৮) বাংলাদেশের কথাসাহিত্যের সমকালমনস্ক এক জীবনবাদী কথাশিল্পী। সমাজ ও সময়ের কাছে দায়বদ্ধ থেকে তিনি আমৃত্যু লিখে গেছেন। তাঁর রচনায় আমাদের জাতীয় আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিন্ন এক শিল্পমাত্রা লাভ করেছে। মুক্তিযুদ্ধকে পটভূমি করে তিনি লিখেছেন চারটি উপন্যাস – জাহান্নাম হইতে বিদায় (১৯৯১)১, দুই সৈনিক (১৯৭৩)২, নেকড়ে অরণ্য (১৯৭৩)৩ ও জলাংগী (১৯৭৪)৪।
এ, ঐ
ই, ঈ
উ, ঊ
ও, ঔ
আভাস
অজানা
গরমিল
বেমালুম
লাহোর
দিল্লী
আগ্রা
ইয়াংগুন
প্রশ্নঃ শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
বর্ণনাঃ
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াংগণে অবস্থিত।
বাহাদুর শাহ জাফর (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট। তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।
অনির্মল
পঙ্কিল
অপরিস্কার
নোংরা
মূহর্ত
মুহূর্ত
মুহুর্ত
মুহর্ত
কর্মনিষ্ঠ
কর্মোদ্যমী
কর্মঠ
কর্মী
জ্ঞানী
কারারুদ্ধ
হতভাগ্য
সৌভাগ্যবান
কৃ
মাগ্
গম্
কাট্
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
সুশ্রুষা
শুশ্রূষা
সুশ্রুসা
শুশ্রুষা
শিশুটি সবসময় হাসছে
শিশুটি সবসময় হাসে
শিশুটির মুখ হাসিতে ভরা
শিশুটির মুখে হাসি লেগেই আছে
মৃতবৎ
আনমনা
জীবন্মৃত
মুমূর্ষ
গবে + ষণা
গো + এষণা
গ + এষণা
গব + এষণা
নরসিংদী
নারায়ণগঞ্জ
মুন্সীগঞ্জ
দাউদকান্দি
প্রশ্নঃ উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
বর্ণনাঃ
উয়ারী-বটেশ্বর অবস্থিত নরসিংদীতে।
উয়ারী-বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তরে পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত।
স্থাবর
অরণ্য
সমুদ্র
পর্বতই
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ