যশোরাজ খান
শাহ মুহম্মদ সগীর
মীর মোশাররফ হোসেন
বিজয় গুপ্ত
প্রশ্নঃ ”ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
বর্ণনাঃ
'ইউসুফ জুলেখা' কাব্যটির লেখ হলেন শাহ মুহাম্মদ সগীর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী সুফি কবি জামীর মূল কাহিনী অবলম্বনে 'ইউসুফ জুলেখা' কাব্য রচনা করেন।
শেখ ফজলুল করিম
মোজাম্মেল হক
মোহিত লাল মজুমদার
জীবনানন্দ দাশ
প্রশ্নঃ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
বর্ণনাঃ
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা- শেখ ফজলুল করিম।
তার স্বর্গ নরক কবিতার চরণ এটি। তার কয়েকটি কাব্যগ্রন্থ : সরল পদ্য বিকাশ, তৃষ্ণা ভক্তি পুষ্পাঞ্জলি, গাঁথা প্রভৃতি।
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
সুবচন নির্বাসনে
মুনতাসীর ফ্যান্টাসী
প্রশ্নঃ কোন নাটকটি সেলিম আল দীনের?
বর্ণনাঃ
মুনতাসীর ফ্যান্টাসী নাটকটি সেলিম আল দীনের রচিত।
তাঁর বিখ্যাত কিছু নাটক হল: জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫), বাসন (১৯৮৫), মুনতাসির ফ্যান্টাসী( তন্ময় দাস ), শকুন্তলা, কীত্তনখোলা (১৯৮৬), কেরামতমঙ্গল (১৯৮৮), যৈবতী কন্যার মন (১৯৯৩), চাকা (১৯৯১), হরগজ (১৯৯২), প্রাচ্য (২০০০), হাতহদাই (১৯৯৭), নিমজ্জন (২০০২), ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭)
রবি
দিনমণি
অরুণ
ভানু
পূরণ
গ্রহণ
মুক্ত
কোনোটিই নয়
বিশেষণ পদের
অব্যয় পদের
নাম পদের
ক্রিয়া বিশেষণ পদের
তিলে তৈল আছে
দুধ থেকে ঘি হয়
তিল থেকে তেল হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
প্রশ্নঃ ”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। যেমন : তিনি ব্যাকরণে পন্ডিত, কাননে কুসুমকলি সকলি ফুটিল।
উন্মিলন
উন্মিলণ
উন্মীলণ
উন্মীলন
রূপায়ন
রূপায়ণ
রুপায়ন
রুপায়ণ
অল্পভাষী
সংযম
মিতভাষী
সন্ন্যাসী
নির্মোক
উরগ
কৃত্তি
প্লাবক
পোয়াবারো
একাদশে বৃহস্পতি
গোঁফে- খেজুরে
সৌভাগ্যবান
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
দ্বিগু
স্বা + আগত
স্বা + গত
সু + আগত
সা + আগত
প্রশ্নঃ ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বর্ণনাঃ
”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ = সু + আগত।
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য থাকলে উ বা এ স্থানে ব ফলা হয় এবং লেখার সময় ব ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন : তনু + ঈ = তন্বী, অনু + এষণ= অন্বেষণ।
বিঃ + ছেদ
বি + ছেদ
বিৎ + ছেদ
বিচ্ + ছেদ
উৎ + নত
উন্নী + ত
উৎ + নীত
উৎ + নিত
বিষ + তি
বৃ + ষ্টি
বৃষ + টি
বৃষ + তি
জলবায়ু
আর্দ্রতা
বৃষ্টিপাত
বায়ুচাপ
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
কফি আনান
হ্যামারশোল্ড
ট্রিগভেলি
বান কি মুন
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
বর্ণনাঃ
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি।
নরওয়ের অধিবাসী ট্রিগভেলি ১৯৪৬-১৯৫৩ সাল পর্যন্ত জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আরও আটজন মহাসচিবের দায়িত্ব পালন করেন। তারা হলেন দাগ হ্যামারশোল্ড, উ-থান্ট, কুর্ট ওয়ার্ল্ড হেইম, জ্যাভিয়ার প্যারেজ দ্য কুয়েলার, বুট্রোস গালি, কফি আনান, বান কি মুন ও অ্যান্টোনিও গুতেরেস।
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৭
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
বর্ণনাঃ
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। তখন বাংলাদেশের সাথে আরও দুটি দেশ গ্রানাডা ও গিনি-বিসাউ সদস্যপদ লাভ করে।
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য
মুক্তিযুদ্ধভিত্তিক ম্যুরালচিত্র
একটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনা
প্রশ্নঃ ”অপারেজেয় বাংলা” কী?
বর্ণনাঃ
”অপারেজেয় বাংলা” হলো মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য।
'অপরাজেয় বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে অবস্থিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। এটি ১৬ ডিসেম্বর ১৯৭৯ উদ্বোধন করা হয়। এর স্থপতি হলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ