meaningless
Meaningful
Certainly
Uncertainly
লাল আলো
হুলদ আলো
বেগুনী আলো
নীল আলো
সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
সাদা কাপড় তাপ শোষণ করে না
সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
শূন্য মাধ্যমে
কঠিন মাধ্যমে
তরল মাধ্যমে
বায়বীয় মাধ্যমে
এম্পেয়ার
ওহম
ভোল্ট
ওয়াট
সোডিয়াম বাই-কার্বনেট
পটাশিয়াম বাই-কার্বনেট
মনো সোডিয়াম গ্লুটামেট
সোডিয়াম গ্লুামেট
প্রশ্নঃ টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
বর্ণনাঃ
টেস্টিং সল্ট বা স্বাদ লবণ এবং এর রাসায়নিক নাম হচ্ছে মনো সোডিয়াম গ্লুটামেট। এই টেস্টিং সল্ট খাবারে ব্যাবহার করা হয় শুধু মাত্র খাবারের স্বাদ বৃদ্ধির জন্য। অন্য কোন পুষ্টি গুণাগুণ এই লবণের নেই। এবং এটা খাবারে ব্যাবহারের ফলে খাবারে কোন পুষ্টিগুণ বৃদ্ধিও পায় না।
পিত্ত থলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে
আইবিএম, ১৯৮৩
এপসন, ১৯৮১
অ্যাপল, ১৯৭৭
কম্প্যাক, ১৯৮৫
প্রশ্নঃ পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
বর্ণনাঃ
'অসবর্ণ-১ (Osborne-1)' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে 'অসবর্ণ কম্পিউটার (Osborne Computer )' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে ' এপসন এইচএক্স-২০ (Epson HX-20 )' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে 'আইবএম' (IBM) , 'কমপ্যাক কম্পিউটার' (Compaq Computer ) ও 'অ্যাপল কম্পিউটার ' ( Apple Computer ) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।
৬ ঘন্টা ১৩ মিনিট
৮ ঘন্টা
১২ ঘন্টা ২০ মিনিট
১৩ ঘন্টা ১৫ মিনিট
অপবর্তনে
আলোর বিচ্ছুরণে
বায়ুমন্ডলের প্রতিসরণে
দৃষ্টিভ্রমে
প্রশ্নঃ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
বর্ণনাঃ
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ আলোক রশ্মি বেঁকে যায়। চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোক রশ্মি তুলনামূলকভাবে অধিক পরিমাণে বেঁকে যায়। এ কারণে দিগন্তের নিকটে চাঁদ ও সূর্যকে ডিম্বাকৃতি এবং তুলনামূলকভাবে বড় দেখা যায়।
জিপসাম
বালি
সাজিমাটি
চুনাপাথর
প্রশ্নঃ কাঁচ তৈরির প্রধান কাঁচামাল --
বর্ণনাঃ
কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ(সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়। ঢাকার আশে পাশে ২-৩ টি (ফ্লোট/শীট) গ্লাস কোম্পানি আছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত 'নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NGIL)' বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ ফ্লোট এন্ড শীট গ্লাস কোম্পানি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এই কোম্পানি বিদেশেও উন্নতমানের ফ্লোট, শীট ও কালার গ্লাস বিদেশে রপ্তানি করছে।
নিউট্রন ও প্রোটেনের সংখ্যা সমান
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
প্রশ্নঃ পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--
বর্ণনাঃ
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর সমন্বয়ে একটি পরমাণু গঠিত। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋনাত্মক চার্জ যুক্ত। তাই ঋনাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
৩টি
২টি
৫টি
৪টি
১ সেকেন্ড
০.১ সেকেন্ড
০.০১ সেকেন্ড
০.০০১ সেকেন্ড
Acceptable
Acceptably
Acceptance
Acceptablying
Gerund
Verbal noun
Participle
Adjective
Nafisa said that she had to write a letter.
Nafisa said that she had been to write a letter.
Nafisa said that she has to write a letter.
None of these
What do he want?
What did he want?
What does he want?
What is he wants?
প্রশ্নঃ "What is wanted by him"? বাক্যের পরিবর্তিত voice হবে----
বর্ণনাঃ
প্রশ্নোক্ত Passe sentence টি present indefinite tense ঠিক এই বাক্যটির active করতে he কে subject এবং want কে মূল verb ধরতে হবে। sentence টি যেহেতু প্রশ্নবোধক এবং subject টি third person singular number। সুতরাং what এরপর সাহায্যকারী verb does আসবে এবং মূল verb এর present form বসবে। তাই (গ) সঠিক উত্তর।
He is being gone to open a shop.
A shop is being gone opened by him.
A shop will be opened by him.
A shop is going to be opened by him.
by
from
of
for
after
upon
in
with
ইব্রাহীম খাঁ
ডি. এল. রায়
মীর মোশাররফ হোসেন
দীনবন্ধু মিত্র
রামায়ণ
মহাভারত
ভগবৎ
কুমারসম্ভব
প্রশ্নঃ মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?
বর্ণনাঃ
মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' মহাকাব্যের কাহিনীর উৎস সংস্কৃত মহাকাব্য রামায়ণ। বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য টি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এ কাব্যে স্বর্গ রয়েছে নাটি। এটি একটি বীররসের কাব্য।
মুক্তি
বাউন্ডেলের আত্মকাহিনী
হেনা
বিদ্রোহী
আর সি মজুমদার
আবদুল করিম
নীহার রঞ্জন রায়
অধ্যাপক সুনীত
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ