ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রিবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
প্রমথ চৌধুরী
চর্যাপদ
মহাভারত
রামায়ণ
জঙ্গনামা
প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
বর্ণনাঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এটি প্রাচীন যুগের একমাত্র সৃষ্টি। এর অন্য নাম চর্য্যাশ্চর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, দোহাকোষ, চর্যাগীতিক। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
ধ্বনিতত্ত্ব
রুপতত্ত্ব
বাক্যতত্ত্ব
ছন্দতত্ত্ব
প্রশ্নঃ ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
বর্ণনাঃ এর বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপ্তত্ত্ব বলা হয়। ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বে বলা হয় ক্রিয়ার কাল ও পুরুষ রূপতত্ত্বে আলোচিত হয়।
ধ্বনিসংযুক্তি
স্বরভক্তি
আদিস্বরাগম
বিপ্রকর্ষ
নিষ্ঠুর
সূর্য
কঠোর
সাধু
পিরীতি
বিলিতি
বসতি
উড়নি
ছয়টি
চারটি
তিনটি
পাঁচটি
প্রশ্নঃ বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?
বর্ণনাঃ
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ হলো তিনটি।
এ তিনটি বর্ণ স্বাধীন ভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।
এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।
তাই এ বর্ণগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়।
মুমূর্ষ
অনুজ্ঞা
বর্ষণ
ভূষণ
সন্ + চয়
সম্ + চয়
সঙ+চয়
সৎ + চয়
পর্তুগিজ
চীনা
পাঞ্জাবী
তুর্কি
তুর্কি
ফারসি
পর্তুগিজ
আরবি
খা
কর
ঘুমা
ছাড়
কুসুমিত
মোলোয়েম
পঙ্কিল
নীলিমা
শতাব্দী
উপজেলা
রাজপথ
চৌচালা
ভাবের গভীরতা
ধ্বনিব্যঞ্জনা
পৌন:পুনিকতা
সামান্যতা
লুঙ্গি
স্নাতকোত্তর
কিতাব
আনারস
গোঁফ খেজুরে
খয়ের খাঁ
কেতাদুরস্ত
ছা পোষা
নিচয়
আবলি
রা
যূথ
প্রশ্নঃ 'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
বর্ণনাঃ
যূথ ও পাল শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - হস্তিযূত, গরুর পাল।
"আবলি " ও নিচয় " অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
রা- কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়।
যেমন- ছাত্ররা খেলা দেখতে গেছে।
নির্দেশক
অনুজ্ঞাসূচক
সাপেক্ষ
আকাঙ্খা
কর্তৃকারকে শূণ্য
কর্মকারকে শূণ্য
করণে শূণ্য
অপাদানে শুণ্য
come by
come back
come out
come across
প্রশ্নঃ First impressions are important because how you-initially can be as important as what you say.
বর্ণনাঃ
Come across - to produce an expression বাক্যটিতে অর্থ প্রদানের জন্য come across বসবে।
Come by - পাওয়া।
Come back - ফিরে আসা।
Come out - প্রকাশিত হওয়া।
look for
look out for
look after
look at
প্রশ্নঃ Airport authorities advised passengers to - suspicious looking people passing through the international terminal?
বর্ণনাঃ
Look out for somebody অর্থ কাউকে নিয়ে সর্তক থাকা।
Look out for যোগে বাক্যটির বাংলা - বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আন্তর্জাতিক স্টেশন অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকতে উপদেশ দিলেন।
unflinching
undiscriminatory
undulating
unfaltering
involving in something
uninterested in something
getting out of something
showing disliking
take me a hand
put me a hand
give me a hand
show me a hand
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ